রাজ্যে ফের দুর্যোগের পূর্বাভাস। আজ, শনিবার এবং আগামিকাল, রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় দুর্যোগপূর্ণ পরিস্থিতি বজায় থাকবে। কলকাতায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে, সঙ্গে রয়েছে বেশ কয়েকটি জেলায় কমলা সতর্কতা।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের আটটি জেলায় দুর্যোগের আশঙ্কা সবচেয়ে বেশি। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও মুর্শিদাবাদেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩.৩ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭১ থেকে ৯৫ শতাংশের মধ্যে থাকছে। আগামী ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
উত্তরবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস মিলেছে। দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার পর্যন্ত। মালদহ ও দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।
বৃষ্টির কারণে কৃষিক্ষেত্রেও প্রভাব পড়তে পারে। বিশেষত, আলু ও রবি শস্যের ক্ষতির আশঙ্কা করছেন কৃষি বিজ্ঞানীরা। আবহাওয়া দফতরের পরামর্শ, প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া এড়িয়ে চলুন এবং নিরাপদ আশ্রয়ে থাকুন।
