ঘটনাটি ঘটে থার্টি এইট বাই ওয়ান পাঠক বাড়ির সামনে ‘ইন্দ্রধনুস আবাসন’-এর গেটের সামনে। ঠিক তখনই আবাসনের ভেতরে চলছিল একটি জন্মদিনের পার্টি। তার মাঝেই বাইরের রাস্তায় ঘটে যায় এই গুলি চালানোর ঘটনা। প্রত্যক্ষদর্শীদের মতে, খুব কাছ থেকেই রাজেশ সিংকে লক্ষ্য করে গুলি চালানো হয়, যা গিয়ে লাগে তাঁর পেটে, ফলে গভীর ক্ষত তৈরি হয়।
পুলিশের তদন্তে উঠে এসেছে, রাজেশ সিংয়ের বিরুদ্ধে আগেও একাধিক অসামাজিক কাজকর্মের অভিযোগ ছিল। এমনকি পুরনো একটি খুনের মামলার সঙ্গেও তাঁর যোগ ছিল বলে জানা যাচ্ছে। তিনি জেলও খেটেছেন। তাই পুলিশের অনুমান, ব্যক্তিগত শত্রুতার জেরেই এই হামলা হতে পারে।
এই ঘটনার পর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা করছে। হাওড়া সিটি পুলিশের ডিসি (নর্থ) বিশপ সরকার জানিয়েছেন, কী কারণে এই হামলা তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশের অনুমান, দুষ্কৃতীরা রাতের নির্জনতা কাজে লাগিয়ে এই হামলা চালিয়েছে। তবে দ্রুত অপরাধীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।