তেলেঙ্গানার নগরকুরনুল জেলার শ্রীসাইলাম ড্যামে ভয়াবহ দুর্ঘটনা। সুড়ঙ্গের ছাদ ধসে চাপা পড়লেন অন্তত ৮ জন শ্রমিক। চলছে জোরকদমে উদ্ধারকাজ।
সোমবার সন্ধ্যায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, টানেলের মধ্যে লিকেজ সমস্যা সারাতে গিয়ে বিপদের মুখে পড়েন শ্রমিকরা। সুড়ঙ্গের প্রায় ১৪ কিলোমিটার ভিতরে আচমকা ধসে পড়ে ছাদের একাংশ। ১০ মিটার অংশ ভেঙে পড়ায় ২০০ মিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে কাদামাটি। যাঁরা সুড়ঙ্গে কাজ করছিলেন, তাঁদের অনেকেই বেরিয়ে আসতে সক্ষম হলেও অন্তত ৮ জন আটকে পড়েছেন বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। তাঁদের সঙ্গে কোনওভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি। এমনকি ভিতরের এয়ার চেম্বার ও কোনভেয়ার বেল্ট সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে তাঁদের উদ্ধার করতে বেশ বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের।
দুর্ঘটনার পর পরিস্থিতি পর্যালোচনায় ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্যের সেচমন্ত্রী। জেলাশাসক বি সন্তোষ জানিয়েছেন, আটকে পড়া শ্রমিকদের জীবিত অবস্থায় উদ্ধার করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইতিমধ্যেই দমকল বাহিনী, এনডিআরএফ ও পুলিশ যৌথভাবে উদ্ধারকাজ চালাচ্ছে।
এই ঘটনার পর উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। তিনি জানিয়েছেন, দুর্ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন, তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রীয় কয়লামন্ত্রী জি কিষান রেড্ডিও দ্রুত উদ্ধারকাজের নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। চারদিন আগেই টানেলটি খোলা হয়েছিল, তবে কেন এই ধস নামল, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
উদ্ধারকাজ কতক্ষণ চলবে, আটকে পড়া শ্রমিকদের কী পরিস্থিতি, তা এখনও স্পষ্ট নয়। তবে উদ্ধারকর্মীরা জানাচ্ছেন, পরিস্থিতি অত্যন্ত জটিল হলেও সমস্ত প্রচেষ্টা চালানো হচ্ছে তাঁদের জীবিত উদ্ধারের জন্য।