রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাস এবার নরেন্দ্র মোদীর দ্বিতীয় প্রধান সচিব (প্রিন্সিপাল সেক্রেটারি) পদে নিযুক্ত হলেন। কেন্দ্রীয় সরকারের ঘোষণার পরই দেশজুড়ে আলোড়ন ছড়িয়েছে এই নিয়োগ নিয়ে।
শনিবার কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের নিয়োগ কমিটি এক বিবৃতিতে জানায়, অবসরপ্রাপ্ত আইএএস অফিসার শক্তিকান্ত দাসকে প্রধানমন্ত্রীর প্রধান সচিব-২ পদে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। এই পদটি ‘কো-টার্মিনাস’, অর্থাৎ মোদীর প্রধানমন্ত্রিত্ব যতদিন থাকবে বা পরবর্তী কোনও নোটিস না আসা পর্যন্ত তিনি এই দায়িত্ব সামলাবেন।
গত ছয় বছর ধরে শক্তিকান্ত দাস রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে ছিলেন। তাঁর নেতৃত্বে দেশের আর্থিক নীতি এবং মুদ্রা ব্যবস্থাপনার নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। সদ্য তাঁর অবসরের পর রিজার্ভ ব্যাঙ্কের নতুন দায়িত্ব পেয়েছেন সঞ্চয় মালহোত্রা।
কিন্তু কে এই শক্তিকান্ত দাস? ১৯৮০ সালের তামিলনাড়ু ক্যাডারের আইএএস অফিসার তিনি। দিল্লির সেন্ট স্টিফেন কলেজ থেকে ইতিহাসে স্নাতোকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পোস্ট গ্র্যাজুয়েট করেন। নোটবন্দির সময় কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সচিব হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। এছাড়া, ১৫তম অর্থ কমিশনের সদস্য হিসেবেও কাজ করেছেন।
২০১৮ সালে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে তাঁর নিয়োগ হয়। ছয় বছরের মেয়াদ শেষে তিনি অবসর নেন এবং এবার মোদীর অন্যতম প্রধান প্রশাসনিক পদে আসীন হলেন। এই নিয়োগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা, কেন এত গুরুত্বপূর্ণ দায়িত্ব তাঁর কাঁধে দেওয়া হল? শক্তিকান্ত দাস কি প্রধানমন্ত্রী মোদীর দীর্ঘমেয়াদি অর্থনৈতিক পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছেন? উত্তর দেবে সময়!