Jazzbaat24বাংলা নিউজ ডেস্ক
আজ বোরো থানা এলাকার কৃষ্ণপুর, লালডুংরী, হাতিরামগোড়া এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা গেছে বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। আজ সকালবেলা চাষের জমিতে গিয়ে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয় গ্রামের বাসিন্দারা। আবারো নতুন করে বাঘের পায়ের ছাপ দেখা যাওয়ায় জঙ্গলমহলের বান্দোয়ান বোরো এলাকায় নতুন করে তৈরি হয়েছে বাঘের আতঙ্ক।
গত ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে উড়িষ্যার সিমলিপাল টাইগার রিজার্ভ থেকে পালিয়ে জিনাত নামের বাঘিনী ডেরা নিয়েছিল বান্দোয়ানের রাইকার পাহাড়ে। জিনাতকে খাঁচা বন্দি করে সিমলাপালে পাঠানোর পর আবার ঢুকে পড়ে এক বাঘ। জঙ্গলে লাগানো ট্র্যাপ ক্যামেরায় বাঘের সেই ছবিও ধরা পড়ে। বেশ কয়েকদিন এদিক সেদিক হওয়ার পর বনদপ্তর জানিয়ে দেয় ওই বাঘ ঝাড়খণ্ডের দলমার দিকে পালিয়েছে।এরপরেই আবার আজকে নতুন করে বাঘের পায়ের ছাপ দেখা মেলায় নতুন করে বাঘের আতঙ্কে জঙ্গলমহলের বান্দোয়ান এলাকা। যদিও পুরুলিয়ার বন বিভাগ বাঘের অস্তিত্ব নিয়ে এখনো কোনো খোলসা করেনি। অনুমান করা হচ্ছে দলমা রেঞ্জের ওই বাঘই হয়তো আবার বান্দোয়ান বোরো এলাকায় ঢুকে পড়েছে।