
বাংলায় NRC নিয়ে ফের সরব শুভেন্দু অধিকারী
ভূতুড়ে ভোটারদের নিয়ে বিতর্কের মধ্যেই আবারও NRC (National Register of Citizens) চালুর দাবি তুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গে বেআইনি অনুপ্রবেশকারী এবং…
ভূতুড়ে ভোটারদের নিয়ে বিতর্কের মধ্যেই আবারও NRC (National Register of Citizens) চালুর দাবি তুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গে বেআইনি অনুপ্রবেশকারী এবং ভূতুড়ে ভোটার রয়েছে, যার ফলে নির্বাচনে স্বচ্ছতা নষ্ট হচ্ছে।
২৩ ফেব্রুয়ারি ভবানীপুরে বিজেপির এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন, “বাংলা সীমান্তবর্তী রাজ্য। এখানে বাংলাদেশ, নেপাল ও ভূটানের সংযোগ রয়েছে। অনুপ্রবেশ এবং বেআইনি ভোটারদের কারণে নির্বাচনী স্বচ্ছতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই বাংলাতেও NRC হওয়া প্রয়োজন।” তিনি দাবি করেন, “উত্তরাখণ্ড, গুজরাট, মহারাষ্ট্র ইতিমধ্যেই NRC করেছে, বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই কাজ শুরু হয়েছে। তাহলে বাংলায় হবে না কেন?”
শুভেন্দুর মতে, বাংলায় ভূতুড়ে ভোটার এবং অনুপ্রবেশের হার ভয়াবহ রূপ নিয়েছে। তাঁর প্রশ্ন, “শাদ রাডি ভোট দিল কীভাবে? এখানে বেআইনি ভোটার আছে, রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা রয়েছে। নির্বাচন কমিশনের কোনও ভূমিকা নেই।” তিনি মনে করেন, NRC ছাড়া এই সমস্যা সমাধান সম্ভব নয়।
এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভোটার তালিকা যাচাইয়ের কাজ চলছে। বিভিন্ন জেলায় ভূতুড়ে ভোটারের অস্তিত্ব ধরা পড়ছে। উদাহরণ হিসেবে বারুইপুরের চম্পাহাটি পঞ্চায়েতের কথা বলা হচ্ছে, যেখানে এক বছরে ভোটার সংখ্যা ১৮-১৯ হাজার থেকে বেড়ে ২২ হাজার ৪০০ হয়েছে। যা নিয়ে শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে।
BJP-এর মতে, বাংলায় স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে NRC চালু করতেই হবে। তবে, শাসক দল তৃণমূল বরাবরই NRC-র বিরোধিতা করেছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আশ্বস্ত করেছেন যে বাংলায় NRC চালু হবে না। এখন দেখার, এই বিতর্ক রাজনৈতিক সমীকরণে কী প্রভাব ফেলে।

বাংলায় NRC নিয়ে ফের সরব শুভেন্দু অধিকারী
ভূতুড়ে ভোটারদের নিয়ে বিতর্কের মধ্যেই আবারও NRC (National Register of Citizens) চালুর দাবি তুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গে বেআইনি অনুপ্রবেশকারী এবং…