চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম হাইভোল্টেজ ম্যাচ ভারত-পাকিস্তান দ্বৈরথের আর মাত্র কিছু সময় বাকি। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াই ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে। তবে ম্যাচের আগে ভারতীয় সমর্থকদের মধ্যে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বিরাট কোহলির একটি ছবি।
সাম্প্রতিক অনুশীলনের একটি ছবিতে দেখা গিয়েছে, কোহলির বাঁ পায়ের গোড়ালিতে আইসপ্যাক বাঁধা রয়েছে। তিনি নেটে ব্যাটিং অনুশীলন করলেও মাঝে বসে থাকতে দেখা গিয়েছে। এতে জল্পনা শুরু হয়েছে, তবে কি পাকিস্তান ম্যাচে নামা অনিশ্চিত কোহলির?
ভারতীয় দলের তরফে এখনও কোনো আনুষ্ঠানিক আপডেট দেওয়া হয়নি। তবে ধারণা করা হচ্ছে, পায়ে হালকা ব্যথার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আইসপ্যাক ব্যবহার করেছেন তিনি। দলের ভরসার অন্যতম বড় নাম কোহলি, তাই তাঁর ফিটনেস নিয়ে চিন্তিত ভক্তরা।
যদিও তিনি মাঠে নামবেন কিনা তা নিয়ে কোনো ঘোষণা আসেনি, তবে পাকিস্তানের বিপক্ষে নিজেকে উজাড় করে দেওয়ার জন্য কোহলি প্রস্তুত বলেই মনে করা হচ্ছে। ম্যাচের দিনই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে, তবে এই মুহূর্তে পুরো ভারতীয় শিবির চাইবে, দলের অন্যতম সেরা ব্যাটার সম্পূর্ণ ফিট হয়ে মাঠে নামুন।