চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত হারবে— এমনই ভবিষ্যদ্বাণী করেছিলেন ভাইরাল ‘IIT বাবা’। কিন্তু মাঠের লড়াই বলল অন্য কথা। পাকিস্তানকে উড়িয়ে ঐতিহাসিক জয় পেল ভারত, আর বাবার ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হতেই নেটদুনিয়ায় শুরু হল মিম ও ট্রোলের বন্যা।
মহাকুম্ভ মেলায় প্রথম পরিচিতি পাওয়া এই ‘IIT বাবা’ এক সাক্ষাৎকারে দৃঢ়ভাবে জানিয়েছিলেন, ‘‘ভারত জিততে পারবে না, এটা নিশ্চিত।’’ তখন থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে আলোচনা চলছিল। কেউ বিশ্বাস করেছিলেন, কেউ আবার মজার ছলে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু ম্যাচের ফল প্রকাশের পর নেটিজেনরা একের পর এক ব্যঙ্গাত্মক মন্তব্য ও মিম বানিয়ে তাঁকে ট্রোল করতে শুরু করেন।
কেউ লিখেছেন, ‘‘বেশি পড়াশোনা করাও বিপজ্জনক!’’ আবার কেউ বলছেন, ‘‘IIT বাবা তো একদম ভবিষ্যদ্বাণীতে ফেল করলেন!’’ পুরনো ভিডিও ও বক্তব্য ঘিরে হাসাহাসির নতুন ট্রেন্ড শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
তবে এই প্রথম নয়, আগে একবার টি-২০ বিশ্বকাপে ভারতের জয়ের পেছনে নিজের ‘যোগাযোগ শক্তি’র কৃতিত্বও দাবি করেছিলেন তিনি! এবারও নিজের ভুল স্বীকার না করেই চুপ রয়েছেন, কিন্তু নেটিজেনরা এত সহজে তাঁকে ভুলতে নারাজ!
Leave a comment
Leave a comment