২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে। তবে পাকিস্তানের ক্রিকেট টিম ম্যানেজমেন্টের ওপর প্রবল ক্ষোভ উগড়ে দিলেন দেশটির দুই কিংবদন্তি ক্রিকেটার শোয়েব আখতার ও ওয়াসিম আক্রম।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শোয়েব আখতার পাকিস্তান দলের পরিকল্পনা নিয়ে কড়া সমালোচনা করেন। তিনি বলেন, “এই টিম ম্যানেজমেন্টের কোনো মাথা নেই, কোনো পরিকল্পনাও নেই। ওরা সম্পূর্ণ clueless!” তাঁর মতে, পাকিস্তান দলে প্রতিভার অভাব নেই, কিন্তু পরিকল্পনার অভাবে তারা বারবার ব্যর্থ হচ্ছে।
শোয়েবের পাশাপাশি ওয়াসিম আক্রমও দলের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, “সঠিক পরিকল্পনা ছাড়া বড় টুর্নামেন্টে ভালো করা সম্ভব নয়।” তাঁর মতে, পাকিস্তানের টিম সিলেকশন ও কৌশল নিয়ে নতুন করে ভাবার প্রয়োজন।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে থাকে। কিন্তু পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্স ও দলীয় সমন্বয় নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যেও নানা প্রশ্ন উঠছে। অনেকেই মনে করছেন, যদি পাকিস্তান দ্রুত নিজেদের ভুল শুধরে না নেয়, তবে এই প্রতিযোগিতায় ভালো ফল করা কঠিন হবে।
বিশ্বকাপ ও সাম্প্রতিক সিরিজগুলিতে পাকিস্তানের ব্যর্থতা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে আগেই। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সাবেক ক্রিকেটারদের তীব্র আক্রমণ পাকিস্তান বোর্ড ও ম্যানেজমেন্টের ওপর চাপ আরও বাড়িয়ে দিল।