নিরাপত্তাকর্মীদের কড়া পদক্ষেপ
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগেই পাকিস্তানের স্টেডিয়ামগুলিতে ভারতের জাতীয় পতাকা নিষিদ্ধ করা নিয়ে বিতর্ক দানা বাঁধছিল। সেই বিতর্ক থামার আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) নতুন করে সমালোচনার মুখে পড়ল। এবারের কেন্দ্রবিন্দু একই— ভারতের তেরঙা।
লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে এক দর্শক ভারতের পতাকা হাতে প্রবেশ করেছিলেন খেলা দেখার জন্য। কিন্তু কিছুক্ষণের মধ্যেই নিরাপত্তারক্ষীরা তাঁকে ঘিরে ধরেন এবং মাঠ থেকে বের করে দেন। অভিযোগ উঠেছে, জোর করে তাঁর হাত থেকে পতাকা কেড়ে নেওয়া হয় এবং কলার ধরে তাঁকে টেনে স্টেডিয়ামের বাইরে নিয়ে যাওয়া হয়।
এই ঘটনার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, যা নতুন করে বিতর্ক উসকে দেয়। তবে আয়োজক কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। দর্শককে কেন বের করে দেওয়া হলো, সে সম্পর্কেও স্পষ্ট কিছু জানানো হয়নি।
প্রত্যক্ষদর্শীদের মতে, অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের ম্যাচ চলাকালীন এই ঘটনা ঘটে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দুই নিরাপত্তাকর্মী এক দর্শকের কাছে গিয়ে তাঁর পতাকা কেড়ে নেন এবং তারপর তাঁকে জ্যাকেট ধরে টেনে স্টেডিয়ামের বাইরে নিয়ে যান।
যে দর্শকের সঙ্গে এই ঘটনা ঘটেছে, তাঁর পরিচয় এখনো জানা যায়নি। তবে এমন পদক্ষেপে ক্রীড়ামহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্রিকেট মাঠে জাতীয় পতাকা নিয়ে প্রবেশ করা কি অপরাধ? এই প্রশ্ন ঘিরে চাপে PCB, অপেক্ষায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) প্রতিক্রিয়া।
Leave a comment
Leave a comment