টলিউডের জনপ্রিয় গোয়েন্দা ‘একেনবাবু’ আবার ফিরতে চলেছেন বড় পর্দায়। তবে এবার গল্পে নতুন মোড়! পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় ফের একবার ‘একেনবাবু’-কে সিনেমায় ফিরিয়ে আনার পরিকল্পনা করছেন। চমক এখানেই, কারণ এই ছবিতে দেখা যেতে পারে রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’-এর সাহসী পুলিশ অফিসার অনিমেষ দত্তকেও! ফলে এক পর্দায় দেখা মিলতে পারে শাশ্বত চট্টোপাধ্যায় ও অনির্বাণ চক্রবর্তীর।
সম্প্রতি জয়দীপ পেশাদার সমস্যার সম্মুখীন হয়েছিলেন, যার কারণে ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ’ সিরিজের শুটিং থমকে যায়। তবে শোনা যাচ্ছে, সেই জটিলতা কাটিয়ে তিনি ফের কাজ শুরু করতে চলেছেন। বর্তমানে চিত্রনাট্যকার পদ্মনাভ দাশগুপ্ত এবং প্রযোজনা সংস্থা এসভিএফ-এর সঙ্গে স্ক্রিপ্ট নিয়ে নিয়মিত আলোচনা করছেন তিনি। সব পরিকল্পনা ঠিক থাকলে মার্চ মাস থেকে ছবির শুটিং শুরু হতে পারে।
প্রথমে ‘একেনবাবু’র বিদেশে রহস্য সমাধানের পরিকল্পনা থাকলেও তা বাতিল হয়। অবশেষে পুরীকে শুটিং লোকেশন হিসেবে বেছে নেওয়া হয়। যদিও ছবি মুক্তির নির্দিষ্ট সময় এখনো নিশ্চিত নয়, তবে বাংলা নববর্ষেই এটি মুক্তির সম্ভাবনা রয়েছে।
ছবির গল্প ও শাশ্বতর চরিত্র নিয়ে এখনো সঠিক তথ্য মেলেনি। তবে ‘একেনবাবু’র দুই চেনা সহকারী, বাপি (সুহোত্র মুখোপাধ্যায়) ও প্রমথ (আরজে সোমক), থাকছেন আগের মতোই। একবার শুটিং শেষ হলেই জয়দীপ পিছিয়ে থাকা সিরিজের কাজও শুরু করবেন বলে জানা গেছে।
Leave a comment
Leave a comment