তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ফের সোজাসুজি আক্রমণের পথে হাঁটলেন। বুধবার, নদিয়ার বার্নিয়া অঞ্চলের এক কর্মিসভায় পলাশিপাড়া বিধানসভার বিধায়ক মানিক ভট্টাচার্যের নাম না নিয়েই তাঁকে চরম ভাষায় আক্রমণ করেন তিনি। তাঁর অভিযোগ, দলের দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিরা ভোটের আগে আবার এলাকায় সক্রিয় হয়ে উঠেছেন, অথচ সবাই নির্বিকার।
সভায় দাঁড়িয়ে মহুয়া স্পষ্ট বলেন, “যার জন্য দলকে এত অপমান সইতে হয়েছে, সরকারের স্থিতি প্রশ্নের মুখে পড়েছিল, তাঁর বিরুদ্ধে চার্জশিট পর্যন্ত হয়েছে—সেই ব্যক্তি এখন প্রচার চালাচ্ছে! আমরা কি চুপচাপ মেনে নেব?” দলীয় কর্মীদের উদ্দেশে এই প্রশ্ন ছুড়ে দেন তিনি। এরপরই তাঁর বিস্ফোরক মন্তব্য, “এরা শুধু দুর্নীতিগ্রস্ত নয়, পুরো পরিবার চুরির সঙ্গে জড়িত। দলকে যারা কলঙ্কিত করেছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার।”
এ নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। একসময় তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতা মানিক ভট্টাচার্য শিক্ষা নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত হওয়ার পর থেকেই বিতর্কের কেন্দ্রে। মহুয়ার বক্তব্য সেই বিতর্ককে নতুন মাত্রা দিল।
প্রথমে বিষয়টি নিয়ে মন্তব্য না করলেও পরে মানিক ভট্টাচার্য বলেন, “বিজেপি-সিপিএম এতদিন যা বলছিল, এবার সেটা আমার দলেরই একজন বললেন!” তবে তৃণমূলের জেলা সাংগঠনিক চেয়ারম্যান রুকবানুর রহমান কোনও প্রতিক্রিয়া দেননি।
মহুয়ার সঙ্গে কৃষ্ণনগর লোকসভা এলাকার ছয় বিধায়কের সম্পর্ক আগেই তিক্ত হয়েছিল। তাঁরা একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাংসদের বিরুদ্ধে অভিযোগ জানান। সেই পুরনো দ্বন্দ্ব ফের প্রকাশ্যে আসতেই ভোটের আগে দলীয় রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে মহুয়ার মন্তব্য।
Leave a comment
Leave a comment