তাইওয়ানকে কেন্দ্র করে ফের সামরিক শক্তির প্রদর্শনীতে নামল চিন। বুধবার থেকে তাইওয়ান প্রণালীর সংলগ্ন জল এবং আকাশসীমায় ব্যাপক যুদ্ধ মহড়া চালাচ্ছে চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। ইস্টার্ন থিয়েটার কমান্ডের নেতৃত্বে পরিচালিত এই মহড়ায় নৌ ও বিমানবাহিনী সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।
অন্যদিকে, সম্ভাব্য আক্রমণের আশঙ্কায় প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছে তাইওয়ানও। দেশটির প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দক্ষিণ উপকূলের কাওশিউং ও পিংতুং থেকে ৪০ নটিক্যাল মাইল দূরত্বে একাধিক যুদ্ধজাহাজ, বিমানবাহী রণতরী, ডেস্ট্রয়ার এবং অন্তত ৪৫টি যুদ্ধবিমান মোতায়েন করেছে চিন। তাইওয়ানের অভিযোগ, চিনের এই পদক্ষেপ বাণিজ্যিক নৌ চলাচল ও বিমান পরিবহনে বিঘ্ন ঘটাচ্ছে।
সম্প্রতি এই অঞ্চলে উত্তেজনা তীব্র হয়েছে, বিশেষ করে আমেরিকা ও চিনের মধ্যে ক্রমবর্ধমান কূটনৈতিক সংঘাতের কারণে। ২০২২ সালে আমেরিকার প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তখন থেকেই চিন নিয়মিতভাবে তাইওয়ানের আকাশসীমায় অনুপ্রবেশ করতে থাকে।
চিন দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে তাদের বিচ্ছিন্ন অংশ বলে দাবি করে আসছে এবং প্রয়োজনে বলপ্রয়োগের মাধ্যমে দ্বীপটিকে নিজেদের অন্তর্ভুক্ত করার হুঁশিয়ারি দিয়েছে। সাম্প্রতিক সময়ে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং ফের সেই মনোভাব প্রকাশ করেছেন, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। তাইওয়ানের রাজনৈতিক পরিস্থিতি ও পশ্চিমা শক্তির সমর্থন এই উত্তেজনাকে আরও উসকে দিচ্ছে, ফলে সামরিক সংঘাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
Leave a comment
Leave a comment