প্রখ্যাত গায়ক সোনু নিগম সম্প্রতি ছেলের একটি ছবি শেয়ার করেছেন, যা দেখে অবাক হয়ে গেছেন অনুরাগীরা। ছেলেটির চেহারায় এতটাই পরিবর্তন এসেছে যে অনেকেই প্রথমে চিনতেই পারেননি।
সোনু নিগমের ছেলে নিভান নিগম এখন একদম নতুন রূপে হাজির হয়েছেন। ছোট্ট নিভান, যাকে একসময় বাবার সঙ্গে গান গাইতে দেখা যেত, এখন এক সুদর্শন যুবকে পরিণত হয়েছেন। তাঁর গড়ন, চেহারা এবং স্টাইল দেখে অনেকেই প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।
সোনু নিগম যখন ছবিটি পোস্ট করেন, তখনই তা ভাইরাল হয়ে যায়। অনেকেই মন্তব্য করছেন, “সময়ের সঙ্গে সঙ্গে কী দারুণ পরিবর্তন!” কেউ আবার বলছেন, “এই কি সেই ছোট্ট নিভান? অবিশ্বাস্য!”
নিভান বর্তমানে কী করছেন, গানের জগতেই আসবেন কি না— এ নিয়েও কৌতূহল তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে। যদিও এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে তাঁর রূপান্তর দেখে সকলেই চমকে গিয়েছেন।