টুইঙ্কল খন্নার কুমোরটুলি সফর: শিল্পীদের সঙ্গে আড্ডা, কেনাকাটা আর নতুন অভিজ্ঞতা
কলকাতায় আসার সুবাদে শহরের ঐতিহ্যবাহী কুমোরটুলি ঘুরে দেখার সুযোগ পেলেন টুইঙ্কল খন্না। ব্যস্ততার মাঝেও সময় বের করে তিনি পা রাখলেন মৃৎশিল্পীদের এই বিখ্যাত পাড়ায়। সেখানে সময় কাটিয়ে, তাঁদের সৃজনশীলতার স্বাদ নিয়ে এবং নিজের জন্য কিছু শিল্পকর্ম সংগ্রহ করেই ফিরলেন অভিনেত্রী।
সম্প্রতি কলকাতায় দুটি অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন টুইঙ্কল। কিন্তু শুধু কাজের মাঝেই নিজেকে আটকে রাখেননি তিনি। শহরের রঙিন সংস্কৃতি ও ঐতিহ্যের স্বাদ পেতে কুমোরটুলির মাটির শিল্পীদের সঙ্গে দেখা করতে চলে যান। শিল্পীদের হাতের নিপুণ কাজ দেখার পাশাপাশি তাঁদের কাছ থেকে দুর্গাপ্রতিমা তৈরির প্রক্রিয়া ও ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করেন। ইনস্টাগ্রামে তাঁর অভিজ্ঞতা ভাগ করে নিয়ে লেখেন, “এত সুন্দর পরিবেশে কিছুটা সময় কাটাতে পেরে দারুণ লাগল। শোলা দিয়ে তৈরি চমৎকার কিছু জিনিস সংগ্রহ করেছি।”
ভিডিওতে দেখা যায়, নীল রঙের ব্লেজার ও জিন্স পরে টুইঙ্কল ঘুরে বেড়াচ্ছেন কুমোরটুলির সরু গলিতে। মৃৎশিল্পীদের সঙ্গে কথা বলছেন, তাঁদের কাজের প্রশংসা করছেন এবং আনন্দের মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করছেন। শুধু তাই নয়, কলকাতার স্বাদ নিতে তিনি পৌঁছে যান শহরের এক জনপ্রিয় ক্যাফেতে। পাশাপাশি, স্থানীয় এক বুটিক থেকে নিজের জন্য পোশাকও কেনেন।
টুইঙ্কল তাঁর পোস্টের শেষে অনুরাগীদের এক মজার প্রশ্ন ছুড়ে দিয়েছেন—“ভ্রমণে গেলে এমন কোন জিনিস রয়েছে, যা না কিনে থাকতে পারেন না?” অনুরাগীদের মতামত জানতে তিনি বেশ আগ্রহী।
প্রসঙ্গত, টুইঙ্কল খন্না প্রায়শই তাঁর ভ্রমণের অভিজ্ঞতা ও নতুন লেখা সমাজমাধ্যমে ভাগ করে নেন। এই সফরও তার ব্যতিক্রম ছিল না।
Leave a comment
Leave a comment