সুদীপ্ত চট্টোপাধ্যায়
ভুয়ো ভোটারকে কেন্দ্র করে
এখনও পর্যন্ত দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ এবং কোচবিহার এই চার জেলা থেকে সবথেকে বেশি অভিযোগ জমা পড়েছে। নির্বাচন কমিশন সূত্রে এমনটাই খবর। কিভাবে এই ঘটনা ঘটলো আর কেনই বা ঘটলো সঙ্গে কারা এই ঘটনা ঘটাতে সক্ষম হয়েছেন তা সবকিছু খতিয়ে দেখে দ্রুততার সঙ্গে সবিস্তাদের রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট জেলাশাসকের কাছে। যদিও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের এক কর্তা জানাচ্ছেন, অনেক সময় কেউ মারা গেলেও তার নাম ভোটার তালিকায় থেকে যাচ্ছে আবার কেউ এক এলাকা থেকে অন্য এলাকায় চলে গেলেও তার নাম থেকে যাচ্ছে ভোটার তালিকায় আর এই ক্ষেত্রেই বারবার ভুল ভ্রান্তি সৃষ্টি হচ্ছে ভোটার তালিকাকে কেন্দ্র করে। জেলা প্রশাসনকে বারবার নির্দেশ দেওয়ার পরও কেন এই ভুল করছে তারা তা নিয়ে এবার রীতিমত কড়া হাতেই পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। অর্থাৎ কমিশনের নির্দেশ না মানলে কমিশনের নিয়ম অনুযায়ী যে শাস্তির কথা বলা আছে এবার হয়তো সেই শাস্তির খাড়া নেমে আসতে পারে সংশ্লিষ্ট আধিকারিকদের ওপর। আর এই কারণেই এবার কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে খোদ নির্বাচন কমিশন। তাই আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই অভিযোগ পাল্টা অভিযোগে একদিকে যেমন রীতিমতো শোরগোল শুরু হয়ে গিয়েছে অন্যদিকে বিধানসভা নির্বাচনের দামামা যে বেজে গিয়েছে তা বলার আর কোন অপেক্ষাই রাখে না।