চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর পয়েন্ট টেবিলে একেবারে নীচের দিকে জায়গা করে নিয়েছে পাকিস্তান। আর এরপরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ট্রোলের ঝড়। ভক্তরা রসিকতা করে বলছেন, “নীচে সে চেক কর”, যা এখন ভাইরাল হয়ে উঠেছে।
বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে আগেও প্রশ্ন উঠেছে, তবে চ্যাম্পিয়ন্স ট্রফির তালিকায় সবার নিচে থাকা তাদের জন্য বড় ধাক্কা। পাকিস্তানের ভক্তরা হতাশ, কিন্তু অন্য দলের সমর্থকরা মজার মিম বানিয়ে পরিস্থিতি আরও হাস্যকর করে তুলেছেন।
টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুকে ছড়িয়ে পড়েছে নানা ধরণের মজাদার পোস্ট। কেউ কেউ লিখছেন, “এই তো পাকিস্তান তাদের আসল জায়গায় ফিরে এসেছে!” আবার কেউ বলছেন, “পয়েন্ট টেবিলের প্রথমে নয়, এবার নীচের দিক থেকেই পাকিস্তানকে খুঁজতে হবে!”
সোশ্যাল মিডিয়ার এই ট্রেন্ড আবারও প্রমাণ করল, ক্রিকেট শুধু খেলার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আবেগ, বিনোদন এবং মজার অন্যতম উৎস। পাকিস্তানের দল কীভাবে এই সমালোচনার জবাব দেবে, সেটাই এখন দেখার বিষয়।