সুদীপ্ত চট্টোপাধ্যায়
শুধুমাত্র বাণিজ্য সম্মেলনই নয় তাকে বাস্তবায়ন করাটাই মূল লক্ষ্য। আর সেই কারণেই অষ্টম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের পর সোমবার নবান্নে প্রথম বাণিজ্যিক বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবে ২০টি দপ্তর। বিনিয়োগকারীদের এই রাজ্যে বিনিয়োগ করতে যাতে কোন অসুবিধা না হয় এবং বিনিয়োগকারীদের প্রয়োজনীয় অনুমতি যাতে সহজে ও দ্রুত দেওয়া যায় তার জন্য সিঙ্গেল উইন্ডো সিস্টেমের পাশাপাশি একাধিক নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ইতিমধ্যেই রিলায়েন্স সহ বেশ কিছু সংস্থা এই রাজ্যে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে। শুধু তাই নয়, ছোট ও মাঝারি শিল্পপতিদের জন্যেও যাতে সরকারি সমস্ত সুযোগ-সুবিধা পাওয়া যায় তার নির্দেশ মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই দিয়েছেন। আগামী সোমবার প্রথমবার বাণিজ্য সম্মেলনের পর সমস্ত কাজকর্মের অগ্রগতি খতিয়ে দেখতেই মুখ্যমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ বৈঠক। বাণিজ্য সম্মেলনে ২০০ এর ওপর মৌ চুক্তি হয়েছে। এছাড়া ছোট বড় মাঝারি সমস্ত শিল্পপতিরা তাদের আগ্রহ দেখিয়েছেন এই রাজ্যে বিনিয়োগ করার জন্য। বিনিয়োগকারীদের সঙ্গে সারা বছর যোগাযোগ স্থাপনের পাশাপাশি তাদের সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে যাতে অসুবিধে না হয় স্বাভাবিকভাবেই সেসবের তদারকি করতেই সোমবারের বৈঠক। রাজ্যের অর্থ দপ্তর সহ বেশ কিছু দপ্তরের মন্ত্রী এবং সচিবদের থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প, জনস্বাস্থ্য কারিগরি, আইন, খাদ্য, কৃষি সহ কুড়িটি দপ্তরের মন্ত্রীরা হাজির থাকবেন। বিনিয়োগকারীদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ। সেই কারণে রাজ্য পুলিশের ডিজি রাজিব কুমারও বৈঠকে থাকবেন। মন্ত্রী সচিবদের পাশাপাশি বেশকিছু শিল্পপতিও উপস্থিত থাকবেন এই বৈঠকে।