দামামা বেজে গেছে বিধানসভা ভোটের। আর তাই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ভোটার তালিকা নিয়ে পথে নেমেছে। এই পথে নামার নির্দেশ দিয়েছেন তৃণমুল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। সম্প্রতি তৃণমূলের এই মেগা বৈঠকের পর আরএসএস ও বিজেপি সমন্বয় বৈঠক হলো। হাওড়া জেলার উলুবেড়িয়ার তিতিবেড়িয়ায় আজ এই বৈঠকে ছিলেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ,শুভেন্দু অধিকারী সহ রাজ্য বিজেপির দুই সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী ও সতীশ ধন্দ। এছাড়াও রাজ্য বিজেপির পর্যবেক্ষক অমিত মালভিয়া বৈঠকে হাজির ছিলেন।
সূত্রের খবর আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে কোন জায়গায় বিজেপি এখনো তাদের সংগঠন শক্ত করতে পারে নি সেই জায়গার তালিকা দেওয়া হয়েছে এই বৈঠকে। আর সেই তালিকা নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা হয়েছে এদিনের এই সমন্বয় বৈঠকে।
কি কারণে সেই জায়গায় বিজেপি ঢুকতে পারছে না কি সমস্যা সেই নিয়েও আলোচনা হয়েছে। আরএসএস এর তরফে যারা এই বৈঠকে ছিলেন তাঁরা রমাপদ পাল, জলধর মাহাতো, সুব্রত চট্টোপাধ্যায়, জিষ্ণু বসু, প্রশান্ত ভট্ট সহ অনেকেই। প্রত্যেক নেতার মোবাইল ফোন জমা নেওয়া হয় বৈঠক শুরুর আগে। ফোন জমা করে বৈঠকে প্রবেশ করেন তারা। সদস্য সংগ্রহ কতো হয়েছে। সেটি কি আদৌ গ্রহণযোগ্য সেই নিয়েও
আলোচনা হয়েছে এদিনের বৈঠকে। খুব দ্রুত বিধানসভা নির্বাচনের জন্য জেলা ভিত্তিক প্রবাস শুরু করুন। রাম নবমী ও হনুমান জয়ন্তী বড় করে করতে হবে রাজ্য জুড়ে সেই কথাও বলা হয়েছে এদিনের বৈঠকে। আর এইভাবেই সমন্বয় বৈঠক এর মাধ্যমে বিজেপিও বিধান সভার প্রস্তুতি শুরু করে দিলো।