বৈঠক এর নাম ছিল সমন্বয় বৈঠক। যে বৈঠক করে একে অপরের সাথে সমন্বয় সাধন করে চলার পরামর্শ নিয়ে আগামী নির্বাচনে রাজ্যে লড়াই এর ময়দানে নামবে বিরোধী দল বিজেপি। সেই উদ্দেশ্যেই আর এস এস – বিজেপির এই সমন্বয় বৈঠক হলো হাওড়া জেলার উলুবেড়িয়াতে শনিবার। কিন্তু এই আরএসএস-বিজেপির সমন্বয় বৈঠকের পর অসমন্বয়ের ছবি ধরা পড়লো কিছুটা। যে বৈঠকের পর আয়োজন করা হয় নিয়ম মেনে রাত্রিবাস করবেন দলের শীর্ষ নেতৃত্ব, একে অপরের সাথে রাত কাটাবেন তাঁরা এক জায়গায় থাকবেন। একসাথে বসে রাতের নৈশ ভোজের আয়োজন করবেন তাঁরা নিয়ম মেনেই। শুধুই দলের ভিন্ন শিবিরের নেতাদের কিছুটা দূরত্ব ঘুচিয়ে কাছে নিয়ে আসতে এই আয়োজন। সেই আয়োজনে তাল কাটলো এইদিন। সূত্রের খবর যেখানে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাজ্যের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় এর মত নেতারা একসাথে এই বৈঠক এর পর রাত্রিবাস করছেন একসাথে। সেখানে রাত্রিবাস না করেই বেরিয়ে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরএসএস-এর বেঁধে দেওয়া নিয়ম মানতে নারাজ শুভেন্দু ? তবে কী তৈরী হচ্ছে কিছুটা দুরত্ব? বিজেপির অভ্যন্তরে জোর জল্পনা এই নিয়েই। তাহলে কি কিছুটা আর এস এস এর সাথে তাল মিলিয়ে চলতে পারছেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিছুটা কি দূরত্ব তৈরী হচ্ছে তাঁর সাথে। এই নিয়েই রাজনৈতিক মহলে এখন জোর আলোচনা। প্রশ্ন উঠেছে এই বিষয় নিয়েও। যদিও এই ব্যাপারে কেউই মুখ খুলতে নারাজ। সমন্বয় বৈঠকে এই অসমন্বয়ের ছবি দেখে বিজেপির অন্দরে সবাই মুখে কুলুপ এঁটেছেন।