পরিক্ষার আগেই দুই প্রান্তের দুটি ঘটনায় চাঞ্চল্য জেলায়।
উচ্চ মাধ্যমিক পরিক্ষার একদিন আগেই পরিক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার।নিখোঁজ আরেক পরীক্ষার্থী। ঘটনায় চাঞ্চল্য জেলায়।তদন্তে পুলিশ।
পরীক্ষার একদিন আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য পুরুলিয়ার বলরামপুর এলাকায়। ঘটনাটি ঘটেছে বলরামপুর থানার হাঁসপুর বাগানডি গ্রামে। ওই পরীক্ষার্থীর নাম অমৃতা সহিস। অমৃতা এবার বলরামপুরের ভবানীপুর হাই স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। তার পরীক্ষার সেন্টার পড়েছিল পাশের ব্লক বরাবাজার হাই স্কুলে। কিন্তু পরীক্ষার আগেই এই অঘটনে শুধুই কান্নার রোল গ্রামে। পরিবার সুত্রে জানা যায়।রবিবার বিকেলে অমৃতাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। এরপরই দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় বলরামপুর বাঁশগড় ব্লক হাসপাতালে। সেখানে কর্মরত চিকিৎসক ওই পরিক্ষার্থীকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক অনুমান ওই পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। তবে আত্মীয়রা জানান অমৃতার কাছ থেকে কোনোও মানসিক চাপের ইঙ্গিত তারা আগে থেকে পাননি। তাই কি কারনে ওই পরীক্ষার্থী এমন চরম সিদ্ধান্ত নিল,তা এখনও জানা যায়নি। ঘটনায় তদন্ত শুরু করেছে বলরামপুর থানার পুলিশ। আগামীকাল মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে দেবেন মাহাতো গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। পরীক্ষার একদিন আগের বিকালে আকস্মিক এই ঘটনায় দিশেহারা পরীক্ষার্থীর আত্মীয় পরিজনেরা।
অন্যদিকে পুরুলিয়া শহরের জেলা স্কুলের এক মেধাবী ছাত্র তথা এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রহস্যজনকভাবে নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য শহরে। পুরুলিয়া জেলা স্কুলের ওই মেধাবী পরীক্ষার্থীর নাম সম্পদ টুডু। বাড়ি পুরুলিয়ার বান্দোয়ান থানার কেন্দা পাড়া গ্রামে। পুরুলিয়া শহরের রামবাঁধ এলাকায় মা ও বোনের সাথে ভাড়া বাড়িতে থেকে সে পড়াশোনা করত সম্পদ। জানা যায় শুক্রবার বিকেল থেকে হটাৎ সে নিখোঁজ হয়ে যায়। তারপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। গোটা ঘটনায় উদ্বিগ্ন পরিবার। আজ পুরুলিয়া সদর থানায় দ্বারস্থ হয়ে মিসিং ডায়েরি করা হয়েছে। প্রশ্ন উঠছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগেই কোথায় নিখোঁজ হয়ে গেল ওই পরীক্ষার্থী? ঘটনায় তদন্তে শুরু করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ।