যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ঘটে যাওয়া এক ঘটনায় পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত ৪৮ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আজ লালবাজারে এক সাংবাদিক বৈঠকে পুলিশ কমিশনার মনোজ কুমার ভর্মা এবং এডিজি আইবি ও অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাভেদ শামিম এই তথ্য জানান। পুলিশ কমিশনার জানান, মোট সাতটি মামলা রুজু করা হয়েছে, যার মধ্যে দুটি মামলা পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে রুজু করেছে।
অন্যদিকে, যাদবপুরের প্রথম বর্ষের ছাত্র ইন্দ্রানুজ রায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে। অভিযোগ রয়েছে, তাকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির তলায় চাপা পড়া অবস্থায় দেখা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বামেরা প্রতিবাদে রাস্তায় নেমেছে এবং ব্রাত্য বসুর গ্রেফতারির দাবি তুলেছে। পুলিশ ইন্দ্রানুজ রায়ের বিরুদ্ধে তিনটি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে।
মামলাগুলির মধ্যে একটি অভিযোগ করা হয়েছে, ইন্দ্রানুজসহ অন্যান্য ছাত্ররা ব্রাত্য বসুকে মারধর করেছে, মন্ত্রীর পথ আটকিয়েছে এবং তার ঘড়ি ছিনিয়ে নিয়েছে। এছাড়াও, অভিযোগ রয়েছে যে মহিলা শিক্ষকদের শ্লীলতাহানি করা হয়েছে এবং স্টাফ কোয়ার্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ইন্দ্রানুজের বিরুদ্ধে আরও অভিযোগ, তিন হাজার টাকা, ঘড়ি ও সোনার চেন ছিনিয়ে নেওয়া হয়েছে।
এছাড়া, পুলিশ কমিশনার মনোজ কুমার ভর্মা জানিয়েছেন, যাদবপুর থানায় এই ঘটনায় ৪৮ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এবং এর মধ্যে দুটি মামলা সুয়োমোটো (নিজ উদ্যোগে) রুজু করা হয়েছে। মামলার তদন্ত চলছে এবং পুলিশের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।