সুদীপ্ত চট্টোপাধ্যায়
উচ্চমাধ্যমিকের ২০২৫ বাংলা প্রশ্নপত্রে স্থান পেল জাতীয় ফুটবল ক্লাব মোহনবাগান। সোমবার থেকে শুরু হলো ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রথম দিন ছিল মাতৃভাষা বাংলা বিষয়ে পরীক্ষা। তাতে অবজেক্টিভ প্রশ্নে স্থান পেল মোহনবাগান ক্লাব। এই ক্লাবের প্রতিষ্ঠা দিবস নিয়ে প্রশ্ন। মাল্টিপল চয়েস প্রশ্ন হিসেবে চারটি সাল সেখানে উল্লেখ করা হয়েছে। উল্লেখযোগ্য, মোহনবাগান ক্লাবের প্রতিষ্ঠা হয় ১৮৮৯ সালের ১৫ অগাস্ট । উচ্চমাধ্যমিকের প্রথম দিনে প্রথম ভাষায় বাংলা বিষয় পরীক্ষায় টিক চিহ্ন দেওয়া প্রশ্ন পত্রে ইনস্টিটিউট অফ নিউক্লিয়াস গড়ে ওঠে কার প্রচেষ্টায় সেখানেও চারটি নাম উল্লেখ করে নাম জানতে চাওয়া হয়। ওই প্রশ্নের নিচে মোহনবাগানের প্রতিষ্ঠা দিবস জানতে চাওয়া হয়। এদিকে উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্রতে মোহনবাগান ক্লাবের নাম স্থান পাওয়ায় গর্ব অনুভব করতে শুরু করেছে সবুজ মেরুন শিবির। অপরদিকে অভিমানি ইস্টবেঙ্গল শিবির। লাল – হলুদ শিবিরের অনেক সমর্থকরা প্রশ্ন তুলেছেন পরীক্ষার প্রশ্নপত্রে কেন মোহনবাগান কে জায়গা করে দেওয়া হল?এদিকে, সোমবার থেকে শুরু হয় উচ্চমাধ্যমিক পরীক্ষা। এবার পরীক্ষায় নকল করা রুখতে তৎপর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষার্থীরা যাতে মোবাইল বা কোনরকম ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে না পারে তার জন্য এই বছর রাজ্যের প্রতিটি পরীক্ষাকেন্দ্রে বসানো হবে মেটাল ডিটেক্টর।