সুদীপ্ত চট্টোপাধ্যায়
আগামী ১৪ এপ্রিল কালীঘাট মন্দিরের জন্য নির্মিত স্কাইওয়াকের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। আজ নবান্নে একটি বৈঠক সংক্রান্ত সাংবাদিক সম্মেলনে এ কথা নিজেই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত দক্ষিণেশ্বর মন্দিরের আদলে কালীঘাট মন্দিরের এই স্কাইওয়াক তৈরি করা হয়েছে। জমি পাওয়া নিয়ে বেশ কিছু জল ঘোলা হলেও এই মুহূর্তে স্কাইওয়াকের কাজ সম্পূর্ণ হয়েছে। আগামী 14 এপ্রিল সেই স্কাইওয়াক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী ৩০ এপ্রিল দীঘায় রাজ্য সরকারের উদ্যোগে তৈরি জগন্নাথ মন্দিরের উদ্বোধন করা হবে। তার আগে ২৯ এপ্রিল জগন্নাথ মন্দিরে একটি বিশেষজ্ঞের আয়োজন করবে রাজ্য সরকার যেখানে সর্ব ধর্মের প্রতিনিধি দল উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই জগন্নাথ মন্দির সংক্রান্ত যে ট্রাস্টি বোর্ড রাজ্য সরকার গঠন করেছে তার বৈঠক হয়েছে নবান্নে। সেই বৈঠকেও দিঘার জগন্নাথ মন্দির সংক্রান্ত যাবতীয় কর্মসূচি নির্ধারিত হয়েছে। মুখ্যমন্ত্রীর আবেদন, নিরাপত্তা এবং ফির নিয়ন্ত্রণের কারণেই আগামী 28 তারিখ দুপুরের পর থেকে জগন্নাথ মন্দির সংলগ্ন দীঘার প্রায় তিন চার কিলোমিটার এলাকায় গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে। তাই যারা গাড়ি নিয়ে জগন্নাথ মন্দির উদ্বোধন বা দর্শনের যেতে চান তাদের 28 তারিখের আগেই দীঘায় পৌঁছে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান আগামী ১২ মার্চ কলকাতার আলিপুরে ধনধান্য অডিটোরিয়ামে কলকাতা পুরসভার উদ্যোগে দোলযাত্রা ও হোলি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। কলকাতা পুরসভার এই হোলি ফেস্টিভেল উদ্বোধনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১২ই মার্চ বিকেল পাঁচটায় এই বিশেষ অনুষ্ঠানের উদ্বোধন হবে। কলকাতা সহ জেলা স্তরের বিভিন্ন সংগঠন এই অনুষ্ঠানে যেমন উপস্থিত থাকবেন তেমনি গুজরাটের যারা ডান্ডিয়া নৃত্যশিল্পী বা সেই সংক্রান্ত পারফর্মার রাও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।