তৃণমূল কংগ্রেসের ভোটার তালিকা বিষয়ক কোর কমিটি আগামী ৬ মার্চ রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে তৃণমূল ভবনে বৈঠক করবে। এই বৈঠকেই ঠিক হবে রূপরেখা, যার মাধ্যমে রাজ্যের ভোটার তালিকায় ‘ভূতুড়ে ভোটার’ ধরার কাজ শুরু হবে। তৃণমূল কংগ্রেস নেতাদের দাবি, রাজ্যে বহু ভূতুড়ে ভোটার ভোটার তালিকায় ঢুকে পড়েছে, যা নির্বাচন কমিশনের সঙ্গে সখ্যতা তৈরি করে বিজেপি অন্তর্ভুক্ত করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই অভিযোগ তুলেছিলেন, এবং তৃণমূল কংগ্রেস এই পরিস্থিতি মোকাবিলায় কোর কমিটি গঠন করেছে।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের পক্ষে মেয়র ফিরহাদ হাকিম নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের ভোটার তালিকা পরিদর্শন করেছেন। অপরদিকে, বিজেপি তাদের পাল্টা কর্মসূচি শুরু করেছে এবং ভবানীপুর থেকে নজরদারি শুরু করার কথা জানিয়েছে। দক্ষিণ কলকাতা জেলা বিজেপির সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ খটিক জানিয়েছেন, তারা ভবানীপুর, কসবা, বেহালা পূর্ব, পশ্চিম এবং কলকাতা বন্দরসহ অন্যান্য এলাকায় স্ক্রুটিনি কাজ শুরু করেছেন।
বিজেপির আশঙ্কা, তৃণমূল কংগ্রেস ভোটার তালিকায় বিরোধী ভোটারদের নাম বাদ দিয়ে নির্বাচনে তাদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করতে পারে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, ‘ভূতুড়ে ভোটার’ বলে কিছু নেই। এক এপিক নম্বরের দুটি ভোটার থাকলেও, তা আলাদা বিধানসভা কেন্দ্রের হতে পারে। এমন পরিস্থিতিতে বিজেপি সতর্ক রয়েছে এবং তারা দাবি করেছে যে, যদি ভোটার তালিকা সংক্রান্ত কোনো সমস্যা হয়, তবে তাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এই সমস্যা সমাধানে তৃণমূল কংগ্রেস আরও কার্যকর পদক্ষেপ নেবে।