আইপিএল ২০২৫-এ কেকেআরের নতুন অধিনায়ক, রাহানেকে নেতৃত্বের দায়িত্বকলকাতা নাইট রাইডার্স (কেকেআর) অবশেষে তাদের নতুন অধিনায়ক বেছে নিল। আইপিএল শুরুর আগেই দলে বড় পরিবর্তন আনল ফ্র্যাঞ্চাইজি। গতবারের অধিনায়ক শ্রেয়স আয়ারকে ধরে না রাখার পর থেকেই দলনেতা নিয়ে নানা আলোচনা চলছিল। সেই জল্পনার অবসান ঘটিয়ে অভিজ্ঞ ব্যাটার অজিঙ্ক রাহানেকে নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে কেকেআর।আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল। তার আগেই দল গোছানোর কাজ সেরে ফেলল কলকাতা নাইট রাইডার্স। দীর্ঘদিন ধরে কেকেআরের অধিনায়কত্ব নিয়ে নানা নাম উঠে আসছিল। বেঙ্কটেশ আয়ার, সুনীল নারাইন, আন্দ্রে রাসেলের মতো তারকাদের নামও শোনা যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত দল ভরসা রেখেছে ভারতীয় অভিজ্ঞ ক্রিকেটারের ওপর। ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে অধিনায়কত্বের অভিজ্ঞতা থাকায় রাহানেকেই কেকেআরের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে বেঙ্কটেশ আয়ারকেও গুরুত্ব দিয়েছে দল, সহ-অধিনায়ক হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।এবারের নিলামে বেঙ্কটেশ আয়ারের জন্য সবচেয়ে বেশি ২৩.৭৫ কোটি টাকা খরচ করেছিল কেকেআর, অন্যদিকে রাহানেকে দলে নেওয়া হয়েছিল মাত্র ১.৫ কোটি টাকায়। সেই কারণেই অনেকে মনে করেছিলেন বেঙ্কটেশই দলের নেতৃত্বের দায়িত্ব পাবেন। তিনিও নিজে নেতৃত্ব দিতে প্রস্তুত বলে জানিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত রাহানের অভিজ্ঞতার ওপর আস্থা রেখেছে ফ্র্যাঞ্চাইজি।শুধু অধিনায়ক ঘোষণাই নয়, সোমবার নতুন জার্সিও প্রকাশ করেছে কেকেআর। এবারের জার্সিতে থাকছে বিশেষ তিনটি তারা, যা দলের তিনবারের আইপিএল জয়কে প্রতীকীভাবে তুলে ধরছে। পাশাপাশি, সোনালি রঙের একটি বিশেষ ব্যাজও যোগ করা হয়েছে, যা গতবারের চ্যাম্পিয়ন হওয়ার স্বীকৃতি হিসেবে থাকবে। নতুন জার্সি উন্মোচনের ভিডিওতে দেখা গেছে রিঙ্কু সিংহ, বেঙ্কটেশ আয়ার, রমনদীপ সিংহ, মণীশ পাণ্ডে, বৈভব অরোরা, অনুকূল রায়, মায়াঙ্ক মারকণ্ডে ও লবনীত সিসোদিয়াকে।কেকেআরের মূল মন্ত্র ‘করব, লড়ব, জিতব’—এই তিনটি শব্দ এবারও বিশেষভাবে তুলে ধরা হয়েছে। এমনকি নতুন অধিনায়কের ঘোষণার ক্ষেত্রেও ‘তিন’ সংখ্যাকে গুরুত্ব দেওয়া হয়েছে। তাই সোমবার দুপুর ৩.৩৩ মিনিটে আনুষ্ঠানিকভাবে রাহানের নাম ঘোষণা করেছে কেকেআর। এবারের আইপিএলে কেমন পারফর্ম করবে রাহানের নেতৃত্বাধীন দল, এখন সেদিকেই নজর থাকবে সমর্থকদের।