দরকার পড়লে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সার্জিক্যাল স্ট্রাইক করবো।মঙ্গলবার কলকাতায় সাংবাদিক সম্মেলন করে হুশিয়ারি দিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে। সোমবার যাদবপুরের অচলাবস্থার প্রতিবাদে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের একটি প্রতিবাদ কর্মসূচি ছিল।সেই কর্মসূচিতে কার্যত উত্ততপ্ত হয় পরিস্থিতি।বিশ্ববিদ্যালয়ের সামনে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ এবিভিপি জোর করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার চেষ্টা করে। এসএফআইয়ের পতাকা পোস্টার ছিঁড়ে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষীরা অভিযোগ করেন ওরা জোর করে ভেতরে প্রবেশের চেষ্টা করছিল।পোস্টার, পতাকা খুলে দিচ্ছিল।এবিভিপি নেতৃত্ব জানিয়েছে, আমরা গণতান্ত্রিক পথে আন্দোলনে নেমেছি।এই হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই ছাত্র সংগঠনের পড়ুয়ারা।
মঙ্গলবার আগামীদিনের কর্মসূচি ঘোষণা করতেই সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছিল।আজ অনিরুদ্ধ সরকার দক্ষিণবঙ্গ রাজ্য সম্পাদক (এবিভিপি) তিনি জানান খুব জলদি যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘেরাও করবেন তারা।যারা যে ভাষা বোঝেন তাদের সেই ভাষাতেই উত্তর দেওয়া হবে।তার হুশিয়ারি দরকার পড়লে যাদবপুর বিশ্ববিদ্যালয় সার্জিক্যাল স্ট্রাইক করবেন তারা।
Leave a comment
Leave a comment
