টলিউডের দুই জনপ্রিয় অভিনেতা এবার হিন্দি বিনোদন জগতে চমক দিতে আসছেন। একজন বাংলার চলচ্চিত্র জগতের জীবন্ত কিংবদন্তি, অন্যজন দর্শকের প্রিয় অ্যাকশন হিরো। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জিৎ— দুই সুপারস্টার এবার একসঙ্গে কাজ করতে চলেছেন বলিউডের এক বহুল আলোচিত ওয়েব সিরিজে।
নীরজ পাণ্ডের পরিচালনায় আসতে চলেছে ‘খাকী: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর দ্বিতীয় সিজন, যেখানে প্রথমবার একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে। এই সিরিজের গুরুত্বপূর্ণ অংশের শুটিং হয়েছে কলকাতার বিভিন্ন জায়গায়— শহরের ব্যস্ততম রাস্তা থেকে গলির অন্ধকার কোণ, ক্যামেরায় ধরা পড়েছে এক নতুন গল্প। সিরিজটিতে আরও অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, রাজেশ শর্মা, মিমো চক্রবর্তী এবং ঋত্বিক ভৌমিকসহ একঝাঁক প্রতিভাবান অভিনেতা। ফলে বাঙালি তারকাদের দাপট এবার বলিউডের পর্দাতেও নজর কাড়তে চলেছে।
সোমবার প্রসেনজিৎ এবং জিৎ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন, ২০ মার্চ নেটফ্লিক্সে মুক্তি পাবে এই সিরিজ। প্রথম সিজন দর্শকদের মধ্যে সাড়া ফেলেছিল, এবার দ্বিতীয় অধ্যায়ে আরও বেশি রহস্য ও উত্তেজনা যুক্ত হয়েছে বলে মনে করছেন নির্মাতারা।
সম্প্রতি প্রকাশিত হয়েছে সিরিজের টিজার, যেখানে প্রথমবার দুই তারকাকে দেখা গেল একে অপরের বিরুদ্ধে লড়তে। একদিকে প্রসেনজিৎ একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার ভূমিকায়, অন্যদিকে জিৎ এক দায়িত্বশীল পুলিশ অফিসার হিসেবে হাজির হচ্ছেন। দুই বিপরীত মেরুর দুই শক্তিশালী চরিত্রের সংঘর্ষে গল্প আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। কলকাতার বন্দর এলাকা, যেখানে রাত নামলেই অপরাধ জগৎ সক্রিয় হয়ে ওঠে, সেই বাস্তব ঘটনার ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে এই থ্রিলার।
নীরজ পাণ্ডের ‘খাকী’ প্রথমেই দর্শকদের মধ্যে আলোড়ন তুলেছিল। এবার তার দ্বিতীয় অধ্যায়ে দুই বাংলার দুই তারকার উপস্থিতি দর্শকদের উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। সিনেমা হলে নয়, এবার দর্শকদের অপেক্ষা অনলাইন স্ক্রিনে, যেখানে ২০ মার্চ ধরা দেবে এক নতুন দ্বন্দ্ব, এক নতুন রহস্য!
Leave a comment
Leave a comment