পশ্চিম মেদিনীপুরের আলুচাষিরা এই বছর চরম সমস্যার সম্মুখীন হয়েছেন। বাজারে আলুর দর এতটাই কম যে উৎপাদন খরচও উঠে আসছে না। এতে ব্যাপক ক্ষতির আশঙ্কায় রয়েছেন কৃষকরা।
এবার আবহাওয়া অনুকূল থাকায় আলুর ফলন ভালো হয়েছে। কিন্তু চাহিদার তুলনায় যোগান বেশি থাকায় পাইকারি বাজারে দাম পড়ে গেছে। বর্তমানে কৃষকরা প্রতি কুইন্টাল আলু বিক্রি করছেন ৪০০-৫০০ টাকায়, যেখানে উৎপাদন খরচ তার থেকেও বেশি। ফলে লাভের বদলে বড়সড় ক্ষতির মুখে পড়তে হচ্ছে চাষিদের।
এই অবস্থায় সরকার থেকে সহায়তা না পেলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় চাষিরা। অনেকেই জমি বন্ধক রেখে ঋণ নিয়ে চাষ করেছেন, কিন্তু বাজারে দাম না পেলে সেই ঋণ শোধ করা কঠিন হয়ে যাবে।
কৃষকদের দাবি, রাজ্য সরকার যেন ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করে, যাতে চাষিরা অন্তত খরচের টাকা ফেরত পান। অন্যদিকে, ব্যবসায়ীদের মতে, ঠান্ডা ঘরের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বাজারে হঠাৎ করেই অতিরিক্ত যোগান তৈরি হচ্ছে, যার ফলে দাম কমছে।
এই পরিস্থিতিতে চাষিরা এখন সরকারের হস্তক্ষেপের অপেক্ষায় রয়েছেন। যদি শিগগিরই কোনও সমাধান না আসে, তবে আগামী দিনে আলু চাষের ক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।