বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের আগে রাজ্যের দুই মেগা রাজনৈতিক দল তৃণমূল ও বিজেপি তারা তাদের মতো করে গুটি সাজাতে শুরু করে দিয়েছে। একদিকে যখন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় রাজ্যের তৃণমূলের প্রায় অধিকাংশ নেতাদের কলকাতায় ডেকে এনে বৈঠক করলেন তারপরের দিনই বিজেপির ও আরএসএস এর সমন্বয় বৈঠক ও হয়ে গেছে রাজ্যে। এই আবহে এখন নতুন সংযোজন রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চলতি মাসেই রাজ্যে আসবেন তিনি। এমনটাই বিজেপির অন্দরের খবর।
আর এর মাঝখানেই আবার গতকাল রাতে দিল্লিতে অমিত শাহর সাথে দেখা করলেন রাজ্যের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও বিজেপির এই রাজ্যের পর্যবেক্ষক অমিত মালব্য।
সূত্রের খবর প্রায় ৪৫ মিনিট বৈঠক হয় তিনজনের মধ্যে।
যদিও রাজ্যের বিজেপির নতুন সভাপতি কে হবেন সেই নিয়ে এখন আলোচনা তুঙ্গে। কে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলের দায়িত্ব নিজের কাঁধে নেবেন সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে বিজেপির অন্দরে। অনেকে আবার বলছে রাজ্য সভাপতি নির্বাচন করতে হিমশিম খাচ্ছে বিজেপি। নতুন রাজ্য সভাপতি যদি দলের দায়িত্ব ঠিকঠাক বুঝে নিতে না পারেন তবে দলের অন্দরেই আবার ক্ষোভ বাড়বে। তাই সভাপতি নির্বাচন নিয়ে কিছুটা গড়িমসি করছে বিজেপি। তবে চলতি মাসে অমিত শাহের এই রাজ্য সফর অনেকটাই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।
রাজ্যে অনুপ্রবেশ বাড়ছে সেটা নিয়ে অমিত শাহ কে কাগজ দিয়ে জানিয়েছেন সুকান্ত মজুমদার ও অমিত মালব্য।সূত্রের খবর ভুয়ো ভোটার নিয়ে যখন সরব তৃণমূল এবং জাতীয় নির্বাচন কমিশনার নিয়োগ নিয়েও উষ্মা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তখন রাজ্য বিজেপির নেতাদের দিল্লিতে যাওয়া মানে সেই বিষয় নিয়েও আলোচনা হয়েছে অমিত শাহর সাথে বলে মনে করা হচ্ছে। তবে মার্চের শুরুতে তাপমাত্রার পারদ যেমন বাড়ছে তেমনি রাজনৈতিক পারদও ধীরে ধীরে বাড়ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।