মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও শুল্কনীতিতে কড়া অবস্থান নিলেন। এবার তার নিশানায় ভারতসহ একাধিক দেশ। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ভারতীয় পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করতে যাচ্ছে আমেরিকা, এবং এই নতুন শুল্ক ব্যবস্থা কার্যকর হওয়ার তারিখও নির্ধারণ করা হয়েছে।
ট্রাম্প জানান, দীর্ঘদিন ধরে আমেরিকার ওপর বিভিন্ন দেশ উচ্চহারে শুল্ক বসিয়ে আসছে, এবার আমেরিকাও পাল্টা ব্যবস্থা নেবে। তার ঘোষণার তালিকায় রয়েছে ভারত ছাড়াও চিন, দক্ষিণ কোরিয়া, কানাডা এবং মেক্সিকো। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, যেসব দেশ আমেরিকার পণ্য আমদানিতে বড় অঙ্কের শুল্ক বসায়, তাদের পণ্য আমদানিতেও সমপরিমাণ শুল্ক আরোপ করা হবে।
বিশেষভাবে ভারতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ভারত আমাদের পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক বসায়। এটা কখনওই ন্যায্য ছিল না, আর আমরা এটার বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছি।” তিনি আরও জানান, ২ এপ্রিল থেকে এই পাল্টা শুল্ক ব্যবস্থা কার্যকর হবে। মজার ছলে তিনি বলেন, ১ এপ্রিল থেকে চালু করতে চেয়েছিলেন, কিন্তু সেটি ‘এপ্রিল ফুল’ দিবস হওয়ায় তারিখ এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে।
ট্রাম্পের এই ঘোষণার পর ভারতের বাণিজ্য মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, ভারতের কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই মার্কিন বাণিজ্য নীতির সঙ্গে সামঞ্জস্য আনতে কয়েকটি আমদানি শুল্ক কমিয়েছে। বিশেষত, আমেরিকা থেকে আমদানি করা হুইস্কি ও মোটরবাইকের শুল্ক হ্রাস করা হয়েছে।
এছাড়া, বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল আলোচনার জন্য আমেরিকা সফরে গিয়েছেন বলে জানা গেছে। তবে তার মধ্যেই ট্রাম্পের এই ঘোষণা নতুন করে দুই দেশের বাণিজ্য সম্পর্কে উত্তেজনা বাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই শুল্ক নীতি বাস্তবায়িত হলে ভারত-মার্কিন বাণিজ্যের ওপর বড় প্রভাব পড়তে পারে।
Leave a comment
Leave a comment