এক সময়ের প্রিয় নেত্রী শেখ হাসিনাই এখন বাংলাদেশের চক্ষুশূল।কোটা আন্দোলন ইস্যুতে বাংলাদেশে ছাত্র-জনতার বিক্ষোভের মুখে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর থেকেই শেখ হাসিনা, তাঁর পরিবার এবং প্রাক্তন আওয়ামি লিগ নেতা-নেত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হয়েছে বাংলাদেশে। গত ৫ ফেব্রুয়ারি বাংলাদেশের রাজধানী ঢাকার অভিজাত এলাকা ধানমন্ডিতে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে হাসিনা বিরোধী বিক্ষুব্ধ জনতা।বাংলাদেশ জুড়ে আওয়ামি লিগ নেতাদের বাড়ি বা সম্পত্তিতে হামলার পাশাপাশি তাদের বিরুদ্ধে হচ্ছে দূর্নীতি দমন মামলা।এহেন অবস্থায় অবিলম্বে নির্বাচনের পাশাপাশি শেখ হাসিনার বিচারের দাবি উঠেছে বাংলাদেশে।বিএনপি সহ বিভিন্ন দল যখন দ্রুত নির্বাচনের দাবি তুলছে তখন সদ্য তৈরি হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আগে নির্বাচন না চাওয়ার দাবি জানিয়েছেন।
এমন পরিস্থিতিতেই সামনে এসেছে মহম্মদ ইউনুসের এক সাক্ষাৎকার।ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাইনিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, শেখ হাসিনার বিচার হবেই। তিনি বলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের জন্য বিচারের মুখোমুখি করা হবে। সেই সাক্ষাৎকারের ভিত্তিতে হিন্দুস্থান টাইমস ইউনুসের কথায় লিখেছে, ‘হাসিনার বিরুদ্ধে সব তথ্যপ্রমাণ রয়েছে। যদিও সে এখন বাংলাদেশে নেই, প্রশ্ন হচ্ছে আমরা কি তাকে বাংলাদেশে আনতে পারব কি না। সেটা নির্ভর করছে ভারত ও আন্তর্জাতিক আইনের ওপর। আমরা ইতিমধ্যেই ভারতকে বলেছি তাঁকে ফেরত পাঠাতে।’ তবে শুধু হাসিনা নন স্কাই নিউজকে অধ্যাপক ইউনূস আরও বলেন, ‘বিচারের ব্যবস্থা করা হবে। শুধু তাঁর নয়, বরং যাঁরা তাঁকে সহযোগিতা করেছেন, তাঁর পরিবারের সদস্য, তাঁর আশ্রিত ব্যক্তি অথবা সহযোগীদের, তাঁদের সবার বিচার করা হবে।’
সেখ হাসিনার বিচারের পাশাপাশি দ্রুত নির্বাচন নিয়েও দাবি তৈরি হয়েছে বিভিন্ন দলের। স্থানীয় সরকার নির্বাচন, না জাতীয় নির্বাচন আগে—এটা নিয়েও রাজনৈতিক মহলে তৈরি হয়েছে বিতর্ক। একদিকে নতুন দল জাতীয় নাগরিক পার্টিসহ বেশ কিছু দল স্থানীয় সরকার নির্বাচন আগে করার পক্ষপাতী। আবার অন্যদিকে বিএনপি ও বাম গণতান্ত্রিক জোট সবার আগে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে। নির্বাচন কমিশন বলেছে, তারা জাতীয় নির্বাচনকেই নিশানা করে কার্যক্রম চালাচ্ছে। পাশাপাশি (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম দাবি তুলেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার এই অন্তর্বর্তী সরকারকেই করতে হবে। নির্বাচনের আগেই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে। যতদিন হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখছি, কেউ যেন ভুলক্রমেও বাংলাদেশে নির্বাচনের কথা না বলে।
আগে নির্বাচনী সংস্কারের কথা বলেছিলেন মহম্মদ ইউনুস।কিন্তু এই রকম রাজনৈতিক ডামাডোলের মধ্যেই কী এবার দেশের মানুষের কাছে নিজের কাজের ও অস্তিত্বের প্রমাণ রাখতে দ্রুত হাসিনার বিচারের মতই তাড়াতাড়ি নির্বাচনের পথে হাঁটছেন তিনি? তাই স্কাই নিউজের সাক্ষাৎকারে তিনি বলেই দিলেন, “চলতি বছরের ডিসেম্বর নাগাদ একটি নতুন সরকারের জন্য নির্বাচন আয়োজন করা হতে পারে।”
Leave a comment
Leave a comment