সুদীপ্ত চট্টোপাধ্যায়
যাদবপুর বিশ্ববিদ্যালয় অশান্তির ঘটনার প্রেক্ষিতে এবার নিরাপত্তা বাড়ানো হলো শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। এবার থেকে Z (জেড) ক্যাটাগরির নিরাপত্তা পাবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মূলত যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষা মন্ত্রীকে হ্যালোসতা এবং তার গাড়ি ভাঙচুর একইসঙ্গে তা নিরাপত্তা অক্ষের উপর হামলা এই সার্বিক ঘটনার জেরেই ব্রাত্য বসুর নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ এবার থেকে একটি অতিরিক্ত পাইলট কার সহ আটজনের সশস্ত্র নিরাপত্তা রক্ষী থাকবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে।
মূলত মন্ত্রীদের নিরাপত্তার বিষয়টি পর্যালোচনা করে রাজ্য সরকার নিজেই জেড ক্যাটাগরির নিরাপত্তা দিতে পারে। অপরাধ সংগঠিত হওয়া, জনপ্রতিনিধি বা বিভিন্ন রাজনৈতিক নেতা–নেত্রীদের স্টেটাস ও নিরাপত্তার প্রয়োজনীয়তা খতিয়ে দেখে সাধারণ পাঁচটি স্তরে সিকিউরিটির বন্দোবস্ত করা হয়। এক্স, ওয়াই, ওয়াই প্লাস, জে়ড ও জ়েড প্লাস। নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে দেখা হয়— কোনও সরকারি পদে থাকার কারণে তাঁর জীবনের ঝুঁকি কতটা রয়েছে, কোনও সরকারি পদে না–থাকলেও রাজনৈতিক বা অন্য কোনও দায়িত্বপূর্ণ পদের জন্য কতটা ঝুঁকি থাকতে পারে এবং বিভিন্ন গোয়েন্দা ইনপুট থেকে সংশ্লিষ্ট ব্যক্তির জীবনের ঝুঁকি সম্পর্কে কী কী তথ্য রয়েছে। এ সবের ভিত্তিতে নিরাপত্তার খতিয়ান তৈরি করে তা ডিরেক্টরের (সিকিউরিটি) কাছে পাঠাতে হবে সংশ্লিষ্ট সব জেলা পুলিশ ও কমিশনারেটের কর্তাদের। তার ভিত্তিতেই নেতা মন্ত্রী বা বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তার ক্যাটাগরি তৈরি করে রাজ্য সরকার। রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হওয়ার আগে পর্যন্ত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেড ক্যাটাগরির নিরাপত্তা পেতেন। কিন্তু গ্রেফতারি পর তার নিরাপত্তা তুলে নেওয়া হয়। সম্প্রতি জামিনে মুক্ত হওয়ার পর জ্যোতিপ্রিয় মল্লিককে ফের তার জেড ক্যাটাগরির নিরাপত্তা ফিরিয়ে দিয়েছে রাজ্য। মূলত থ্রেট পার্সেপশন বা নিরাপত্তা জনিত বিষয়টি খতিয়ে দেখেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। যাদবপুর কাণ্ডের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।