আসানসোলের হস্তশিল্প মেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে মেলার একাধিক স্টলে আচমকা আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে, যার ফলে বহু দোকান পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেলার মধ্যরাতে আগুন লাগার পর হু হু করে তা ছড়িয়ে পড়ে। আগুনের শিখা এতটাই প্রবল ছিল যে দোকানদাররা কিছু বুঝে ওঠার আগেই বহু মূল্যবান সামগ্রী পুড়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। টানা কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
দোকানদারদের দাবি, আগুন লাগার সময় সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং প্রচুর ক্ষতি হয়। বহু ব্যবসায়ী তাঁদের সামগ্রী বাঁচানোর চেষ্টা করলেও লাভ হয়নি। মেলার এক ব্যবসায়ী জানান, “এটা আমাদের সারা বছরের রোজগারের একটা বড় অংশ ছিল। সব শেষ হয়ে গেল।”
আগুনের কারণ এখনও স্পষ্ট নয়, তবে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটতে পারে। পুলিশ ও দমকল বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে।
এই অগ্নিকাণ্ডে মোট কত টাকার ক্ষতি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক অনুমান, লক্ষাধিক টাকার সামগ্রী পুড়ে গিয়েছে। প্রশাসন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্য করার বিষয়ে আলোচনা করছে।