সুদীপ্ত চট্টোপাধ্যায়
‐———————
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপর অত্যাচারের প্রতিবাদে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর কলেজের সামনে বুধবার বিক্ষোভ করছিলেন একটি ছাত্র সংগঠনের সদস্যরা। তাদের মধ্যে কয়েকজন ছাত্রীকে সন্ধ্যেয় তুলে নিয়ে যায় কোতোয়ালি থানার পুলিশ। অভিযোগ, তাদের রাতভর বেধড়ক মারধর করা হয়। তাদের মধ্যে এক ছাত্রী সুচরিতা দাসের আঘাত গুরুতর। তিনি হাইকোর্টে অভিযোগ করেছেন, বেধড়ক মারধর করা হয় থানার মধ্যে। পুলিশের বেল্ট দিয়ে পেটানো হয়। সারা রাত মারধরের পর ভোর রাতে তাকে ছেড়ে দেয় পুলিশ। অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ ও থানার সিসিটিভি ফুটেজ সংরক্ষণের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলার আবেদন। মামল দায়ের করার অনুমতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি।