পশ্চিমবঙ্গে ফের আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যের তিনটি জেলায় বৃষ্টি হতে পারে। এর ফলে সামান্য হলেও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম ক্রমশ বাড়ছে। কলকাতা-সহ আশপাশের জেলাগুলিতে তাপমাত্রা ৩৫ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে। তবে আগামী দুই দিনের মধ্যে দক্ষিণবঙ্গের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গেও আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। দার্জিলিং ও কালিম্পং-এ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই বৃষ্টি হবে।
আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, এই বৃষ্টির ফলে গরম কিছুটা কমবে। তবে সামগ্রিকভাবে রাজ্যে গ্রীষ্মের প্রবল দাপট বজায় থাকবে। যারা বাইরে বেরোবেন, তাদের ছাতা সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।