ভারতে ফেরা এড়াতে তৎপর ২৬/১১ মুম্বাই হামলার অভিযুক্ত তাহাউর রানা। এবার রীতিমত নতুন ফন্দি আঁটলেন তিনি। মার্কিন সুপ্রিম কোর্টে পৌঁছানো তাহাউর রানা ভারতে গেলে তবে ওপর নির্যাতন হতে পারে বলে আশঙ্কা করে অভিযোগ এনেছেন। তিনি প্রত্যর্পণের উপর স্থগিতাদেশ চেয়েছেন বলে খবর।
সুপ্রিম কোর্টে করা আবেদনে তাহাউর রানা জানান, যদি সময়মতো এটি করা না হয়, তাহলে মামলাটি মার্কিন আদালতের এখতিয়ারের বাইরে চলে যাবে এবং আবেদনকারী শীঘ্রই মারা যাবেন। তাহাউর রানা আরও দাবি করেন, ভারতে বিচারের মুখোমুখি হলে তাঁর বেঁচে থাকার সম্ভাবনা খুব কম। এর আগে ২১ জানুয়ারী মার্কিন সুপ্রিম কোর্ট রানার আবেদন খারিজ করে দেয়। এতে তিনি নিম্ন আদালতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছিলেন।
তাহাউর রানা তবে আবেদনে বলেছেন, “
তিনি পাকিস্তানি বংশোদ্ভূত একজন মুসলিম। এই কারণে, প্রত্যর্পণের পর ভারতে নির্যাতনের সম্মুখীন হতে পারেন। গত মাসে, প্রধানমন্ত্রী মোদী দুই দিনের মার্কিন সফরে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছিলেন।
প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তাহাউর রানাকে প্রত্যর্পণের ঘোষণা করেছিলেন। ট্রাম্প বলেন, তিনি তাহাউর রানাকে অবিলম্বে ভারতের হাতে তুলে দিচ্ছেন। তিনি আরও বলেন যে, নয়াদিল্লি থেকে আরও অনেক অনুরোধ এসেছে। সামনে আরও অনেককেই ফিরিয়ে দেওয়া হবে ভারতের হাতে।
তাহাউর রানা মূলত পাকিস্তানের বাসিন্দা। কিন্তু তাঁর কানাডার নাগরিকত্ব রয়েছে বলে খবর। মুম্বাই হামলার মূল চক্রি ডেভিড হেডলিকে সহায়তা করেছিলেন তাহাউর রানা। ২০০৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্র হেডলিকে গ্রেপ্তার করে। হেডলির মা পাকিস্তানি এবং বাবা আমেরিকান। এই কারণে তিনি আমেরিকান নাগরিকত্বও ধারণ করেন। হেডলি দাউদ গিলানি নামেও পরিচিত। এখন নিজেকে বাঁচাতে শেষ চেষ্টা চালিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তাহাউর রানা।