চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের দিনে রোজা না রাখার কারণে ভারতীয় পেসার মহম্মদ শামি আবারও বিতর্কের কেন্দ্রে। অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি বরেইলভি শামির এই আচরণকে ইসলামের দৃষ্টিতে অপরাধ বলে আক্রমণ করেছেন। তিনি দাবি করেন, রমজান মাসে রোজা না রেখে শামি ইসলামিক আইন ভঙ্গ করেছেন, এবং তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।
রাজভি বলেন, রমজান মাসে রোজা পালন করা মুসলিমদের জন্য বাধ্যতামূলক। যদি কেউ সুস্থ থাকে, তবে তাকে রোজা রাখতেই হবে। শামি যেভাবে সেমিফাইনালে ম্যাচের সময়ে জলপান করেছেন, তা সমাজের কাছে ভুল বার্তা দিয়েছে। এটা এক ধরনের অপরাধ।
এই বক্তব্যের পর সামাজিক মাধ্যমে তীব্র আলোচনা শুরু হয়। অনেকেই শামির পক্ষ নিয়ে মন্তব্য করেছেন, বিশেষ করে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মৌলানা খালিদ ফারাঙ্গি মাহালি বলেছেন, কোরানে স্পষ্ট বলা হয়েছে, কেউ যদি অসুস্থ থাকে বা সফরে থাকে, তবে রোজা না রাখার অনুমতি রয়েছে। শামি একজন সফরের মধ্যে ছিলেন, তাই তার রোজা না রাখাটা সঠিক।
এছাড়া, খালিদ আরও বলেন, এমন পরিস্থিতিতে শামির বিরুদ্ধে আঙুল তোলার কোনও অধিকার নেই। ইসলাম কোনও ব্যক্তির সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে চায় না, বিশেষত যখন তা শরীরিক বা পরিস্থিতিগত কারণে হয়।
মৌলানা রাজভি ও মৌলানা খালিদের মধ্যে এই মতপার্থক্য থেকে বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে। তবে, শামির এই বিতর্ক সামাজিক মাধ্যম ও ধর্মীয় নেতাদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।