বুদ্ধদেব পাত্র
জঙ্গলের উপর নির্ভর করেই জীবন জীবিকার দিশা পেয়েছেন জঙ্গলমহল পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের আদিবাসী মহিলারা। আন্তর্জাতিক নারী দিবসে দিচ্ছেন মহিলা স্বনির্ভরতার বার্তা।
মামনি মুর্মূ,উর্মিলা টুডু,সাদরি টুডুদের এখন নাওয়া খাওয়ার সময় নেই। সামনেই দোল, বসন্ত উৎসব। ভেষজ আবিরেরর বরাত রয়েছে পাঠাতে হবে কলকাতা সহ বিভিন্ন জেলায়। সকাল থেকে দল বেঁধে তাই পলাশ জঙ্গলে গিয়ে বেছে বেছে তুলছেন পলাশ ফুল,নিয়ে আসছেন নিম পাতা। বানাচ্ছেন ভেষজ আবির।সেই আবির নিখুঁতভাবে প্যাকেট বন্দি করে পাঠাচ্ছেন কলকাতা সহ বিভিন্ন জেলার বাজারে। বিভিন্ন সরকারি মেলাতেও বসছেন তারা। বিপুল চাহিদা এই ভেষজ আবিরের। পলাশ ফুলের আবির বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি দরে,নিমপাতার আবির ৪৫০ টাকা কেজি এবং বিট থেকে ভেষজ আবির বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজি দরে।এই ভেষজ আবিরই আজ পুরুলিয়ার জঙ্গলমহলের বলরামপুর ব্লকের অযোধ্যা পাহাড় লাগোয়া ইচাডি গ্রামের মহিলাদের জীবন জীবিকার পথ দেখিয়েছে। আজ তারা আর পিছিয়ে নেই।একসময় যেসব মহিলাদের গৃহবন্দী হয়ে সামান্য চাষবাসই ছিল ভরসা।আজকের দিনে তারা রোজগেরে গিন্নি।
পুরুলিয়ার বলরামপুর ব্লক এলাকার পাহাড় জঙ্গল ঘেরা আদিবাসী অধ্যুষিত গ্রাম ইচাডি।একসময় মাওবাদীদের এলাকা ছিল এই গ্রাম। চাষবাস আর পশু পালন করে কোন রকমে চলত জীবন যাপন। এই গ্রামের মহিলারাই ২০১৭ সালে পুরুষদের সাথে নিয়ে ৩০ জনের স্বনির্ভর দল গড়ে খাদি দপ্তর এবং ব্লক প্রশাসনের সহায়তায় প্রশিক্ষণ নিয়ে জঙ্গলের ফুল পাতা সংগ্রহ করে ভেষজ আবীর বানিয়ে আজ পুরোপুরি স্বনির্ভর। সকাল থেকে মনের আনন্দে দলবেঁধে জঙ্গলে গিয়ে তুলছেন পলাশ ফুল।সেই ফুল থেকে কোন রকম রাসায়নিক ছাড়াই একেবারে নিখুঁতভাবে বানাচ্ছেন ভেষজ আবির।আর সেই কাজে বিভিন্নভাবে ব্যবসায়িক সহায়তাও করে দিচ্ছেন গ্রামের পুরুষরাও। জঙ্গলের উপর নির্ভর করেও যে স্বনির্ভর হওয়া যায়,আন্তর্জাতিক নারী দিবসে সেই বার্তায় দিচ্ছেন ইচাডি গ্রামের মহিলারা। আর পিছিয়ে নয়,নারীরাও এগিয়ে। জঙ্গলমহলের প্রত্যন্ত আদিবাসী গ্রাম থেকে আজ সেই বার্তায় দিচ্ছেন তারা। নারীদের এই কাজে গর্বিত গ্রামের পুরুষরাও।