যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনায় এসএফআই-এর প্রাক্তন রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদের জন্য যাদবপুর থানায় তলব করেছে পুলিশ। সূত্রের খবর অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি এবং সাম্প্রতিক ঘটনার তদন্তে সৃজন ভট্টাচার্যের নাম উঠে আসায় পুলিশ তাঁকে এই তলব করেছে।
জানা গেছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কয়েকদিন আগে ঘটে যাওয়া অশান্তির ঘটনায় সৃজন ভট্টাচার্যের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ক্যাম্পাসে সংঘর্ষ এবং একাধিক ছাত্রের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে উঠে আসে, সংঘর্ষের দিন সৃজন ভট্টাচার্য ক্যাম্পাসে উপস্থিত ছিলেন এবং তাঁর উপস্থিতি ও ভূমিকা সম্পর্কে বিস্তারিত জানতে চায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সৃজন ভট্টাচার্যকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্মুখীন করা হবে। বিশেষ করে তিনি ওইদিন ক্যাম্পাসে কী উদ্দেশ্যে গিয়েছিলেন, কার কার সঙ্গে তাঁর যোগাযোগ হয়েছিল এবং সংঘর্ষের সময় তাঁর ভূমিকা কী ছিল— এসব বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চাইবে পুলিশ।
এ প্রসঙ্গে সৃজন ভট্টাচার্য জানিয়েছেন, “আমি তদন্তে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। ঘটনাস্থলে আমি উপস্থিত ছিলাম ঠিকই, কিন্তু সংঘর্ষে আমার কোনও ভূমিকা ছিল না। পুলিশ চাইলে আমি সব ধরনের তথ্য দিতে রাজি আছি।”
এদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন এসএফআই-এর তরফ থেকে দাবি করা হয়েছে, এই তলব রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সংগঠনের বক্তব্য, “সৃজন ভট্টাচার্য বরাবর ছাত্রদের স্বার্থে লড়াই করেছেন। তাঁকে এভাবে জড়িয়ে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি।”
পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সৃজন ভট্টাচার্যকে নজরদারিতে রাখা হবে। প্রয়োজনে তাঁকে আবারও তলব করা হতে পারে। এই ঘটনার জেরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মহলে উত্তেজনা ছড়িয়েছে।