বেলঘরিয়ার ২৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর চৈতালি দাসের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। সম্প্রতি একটি জনসভায় চৈতালি দাস বলেন, ‘‘আমার ওয়ার্ডে ঢুকলে গুলি করে মারব।’’ তার এই বিস্ফোরক মন্তব্যে বিরোধী শিবিরে সমালোচনার ঝড় উঠেছে। এমনকি তৃণমূলের অন্দরেও এই মন্তব্য ঘিরে অস্বস্তি দেখা দিয়েছে।
চৈতালি দাসের এই মন্তব্যের পরেই মদন মিত্র মুখ খুলেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, ‘‘এই ধরনের মন্তব্য দলের নীতি বিরোধী। তৃণমূল কখনই হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না।’’ মদন মিত্র আরও বলেন, ‘‘কাউন্সিলর হয়তো রাগের মাথায় বলে ফেলেছেন। তবে দলীয় স্তরে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।’’
বিরোধীরা এই ঘটনার পর সরব হয়েছে। বিজেপির এক নেতা বলেন, ‘‘তৃণমূলের নেতারা প্রকাশ্যে হুমকি দিচ্ছেন, এটা দলের আসল চরিত্র। সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?’’ সিপিএমের তরফেও তীব্র সমালোচনা করে বলা হয়েছে, ‘‘আইনের শাসন কোথায়? একজন জনপ্রতিনিধি কীভাবে প্রকাশ্যে এই ধরনের মন্তব্য করতে পারেন?’’
তবে চৈতালি দাস নিজের বক্তব্যে অনড়। তিনি বলেছেন, ‘‘আমার ওয়ার্ডে গুণ্ডামি বরদাস্ত করব না। যারা গোলমাল করতে আসবে, তাদের সঙ্গে কড়া হাতে মোকাবিলা করা হবে।’’
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মন্তব্য তৃণমূলের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে। সামনের নির্বাচনের আগে এই ধরনের মন্তব্য বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিতে পারে। দলীয় নেতৃত্ব কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই এখন নজর সকলের।