সুদীপ্ত চট্টোপাধ্যায়
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করে ইতিমধ্যেই রেকর্ড গড়ে ফেলেছেন ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন রোহিত শর্মা। ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের সঙ্গে উল্লাসের ছবিও ধরা পড়েছে টিভি ক্যামেরায়। অথচ রোহিত শর্মার পারফরমেন্স ও ক্যাপ্টেন্সিকে ইস্যু করে কোন দল বেড়েই চলেছে তৃণমূলের অন্দরে। আগেই রোহিত শর্মার পারফর্মেন্স এবং তাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়। এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রোহিত শর্মার বিস্ফোরক ইনিংসের পর দলের ভিতরেই ‘ভিলেন’ হয়েছেন সৌগত রায়। রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী তথা কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। এবার সরাসরি সংসদ তথা অধ্যাপক সৌগত রায়কে “অশিক্ষিত”, “অভদ্র” ও “ইতর” বলে উল্লেখ করলেন। আজ বিধানসভা অধিবেশন চলার ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কামারহাটি বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী মদন মিত্র বলেন ” সৌগত বাবু কি বলতে চেয়েছেন জানিনা তবে একজন শিক্ষিত মানুষ যখন অশিক্ষিত অভদ্র এবং ইতরের মত কথা বলেন তখন সেটা খুবই দুঃখজনক। মানুষ সেটাকে অন্যভাবে নেন।” উল্লেখযোগ্য, দমদম লোকসভার সাংসদ হলেন সৌগত রায়। দমদম লোকসভার সাতটি বিধানসভার একটি বিধানসভা হল কামারহাটি যেখানে বিধায়ক মদন মিত্র নিজে। বলে রাখা প্রয়োজন যে স্থানীয় রাজনীতিতে সংসদ সৌগত ও বিধায়ক মদনের রাজনৈতিক সম্পর্ক অনেকটা আদায়-কাঁচকলায়। স্বাভাবিকভাবেই রোহিত শর্মাকে নিয়ে করা সৌগত রায় এই মন্তব্যে সংসদকে একহাত নেওয়ার সুযোগ মিলেছে বিধায়ক মদন মিত্রের। রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী মদন মিত্রর মন্তব্য ” ক্রীড়া মন্ত্রী হিসেবে আমি এটা জানি যে জন প্রতিনিধ ি অথবা একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে খেলোয়ারদের উৎসাহ দেওয়াটাই প্রধান কাজ। যাতে রাজ্যের বা দেশের হয়ে ভালো খেলার উৎসাহ যুগিয়ে তাকে আরও বেশি পুরস্কৃত করা যায় সে দিকটাই লক্ষ্য রাখতে হয়।” রোহিত শর্মা সম্পর্কে লোকসভার একজন রবীন্দ্র প্রভাবশালী সদস্য হিসেবে সৌগত রায় যা বলেছেন তা শোভনীয় নয় এবং শিক্ষিত মানুষের নিদর্শন নয় বলেও মনে করছেন মদন মিত্র।
উল্লেখযোগ্য আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি চলাকালীন রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলে এবং তার পারফরমেন্স নিয়ে প্রশ্ন তুলে অবিলম্বে তাকে সরিয়ে দেওয়ার দাবি করেছিলেন তৃণমূলের প্রবীণ সংসদ অধ্যাপক সৌগত রায়। সৌগত রায়ের এই মন্তব্যে রীতিমতো অস্বস্তিতে পড়তে হয়। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। সরাসরি দল এ নিয়ে কোন মন্তব্য না করলেও বেশ কিছু নেতা মন্ত্রী এই বক্তব্য সৌগত বাবুর ব্যক্তিগত বলে বিষয়টি এড়িয়ে যান। আজ চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পর এবং রোহিত শর্মা ফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচ হওয়ার পর সৌগত রায়ের বক্তব্য নিয়ে মুখ খুললেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। শিক্ষিত মানুষের অশিক্ষিত আচরণ বলে উল্লেখ করে মদন মিত্রের কটাক্ষ “আমার যতটুকু সোর্স বা ক্ষমতা আছে তা কাজে লাগিয়ে আমি রোহিত শর্মার জায়গায় সৌগত রায় কে দায়িত্ব দেব যাতে তিনি রোহিত শর্মার যে পারফর্মেন্সটা করা উচিত ছিল সেটা করে দেখাতে পারেন।”