ঘটনা ভারত বাংলাদেশ সীমান্তের হলদিবাড়ি এলাকায়। সোমবার রাতে জলপাইগুড়ি মেডিকেল ও কলেজে হাসপাতালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে ধৃতকে চিকিৎসার জন্য নিয়ে আসে বিএসএফ।
ফের গরু পাচারের চেষ্টা, এবার কোচবিহার জেলার হলদিবাড়িতে আটক গরু সহ এক পাচারকারী।
রাতের অন্ধকারে দক্ষিণ বড় হলদিবাড়ির ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা দিয়ে গরু পাচারের চেষ্টা , বিএসএফের হাতে আটক এক, জানা গিয়েছে খালপাড়া ও ডাঙ্গাপাড়ার মাঝামাঝি সীমান্তের কাঁটাতার এলাকায় দুটি গরু সমেত এক জনকে আটক করে বিএসএফের ১৫ নম্বর ব্যাটেলিয়ানের সদস্যরা। সূত্রের খবর ধৃত যুবকের নাম রুবেল হক , বয়স ২৮ বছর l রুবেলের বাড়ি হলদিবাড়ির মধ্য হুদুমডাঙ্গার চৈতুর মোর এলাকায়। সীমান্ত থেকে পালানোর সময় পায়ে চোট পায় , ফলে সোমবার ধৃতকে মেডিকেল করার জন্য নিয়ে আসা হয় হলদিবাড়ি গ্রামীন হাসপাতালে। হলদিবাড়ি হাসপাতাল থেকে সোমবার রাতে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে ধৃতকে চিকিৎসার জন্য নিয়ে আসে বিএসএফ। জিজ্ঞাসাবাদের পর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে জানা যায়।