বেআইনি পোস্ত চাষের বিরুদ্ধে জলপাইগুড়ি জেলা জুড়ে পুলিশের অভিযান সত্ত্বেও বন্ধ হয়নি পোস্ত চাষ। ফের বেআইনি পোস্ত চাষের বিরুদ্ধে পুলিশের অভিযান। পোস্ত গাছ কেটে নষ্ট করল ধূপগুড়ি থানার পুলিশ।
প্রশাসনের অলক্ষ্যে ধূপগুড়ি মহকুমার গাদং ১ গ্ৰাম পঞ্চায়েত এলাকায় জমিতে অবৈধ ভাবে করা হয়েছিল পোস্ত চাষ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গ্যালসন লেপচা, ধূপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য সহ বিরাট পুলিশ বাহিনী গিয়ে ওই এলাকায় অভিযান চালায়।এরপর সেখানে গিয়ে দেখা যায় জমিতে অবৈধ পোস্ত চাষ করা হয়েছে। সেই গাছ দেখা মাত্রই গাছ কেটে নষ্ট করে দেয় পুলিশ। এমনকি পরবর্তীতে ট্রাক্টর দিয়ে জমি চাষ করে দেওয়া হয় বলেও জানা গেছে। যদিও এই চাষ কে বা কারা করেছে তা এখনো স্পষ্ট নয়। পুরো ঘটনার তদন্ত শুরু করছে ধূপগুড়ি থানার পুলিশ।
Leave a comment
Leave a comment