রাজ্য সরকারের পক্ষ থেকে বেসরকারি স্কুলে ফি বৃদ্ধি এবং অন্যান্য অনিয়ম রুখতে একটি নতুন বিল আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার বিধানসভায় বিজেপি দলের এক বিধায়কের বেসরকারি স্কুল বিষয়ক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, রাজ্য সরকার এই সমস্যা সমাধানের জন্য একটি নতুন কমিশন গঠন করবে।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আরও জানিয়েছেন, বর্তমানে বেসরকারি স্কুলে যেভাবে ফি বৃদ্ধি হচ্ছে, তাতে অভিভাবকদের মধ্যে অসন্তোষ বাড়ছে। শুধু ফি বৃদ্ধি নয়, অভিযোগ এসেছে ছাত্রছাত্রীদের ওপর অত্যাধিক চাপ, স্কুল ভবনগুলোর বেহাল দশা এবং অন্যান্য নানা বিষয় নিয়ে। এই সব অভিযোগের ভিত্তিতে রাজ্য সরকার একটি কমিশন গঠন করতে চলেছে, যা বেসরকারি স্কুলগুলোর কার্যকলাপ পর্যালোচনা করবে।
এছাড়া, রাজ্যের তরফ থেকে একটি বিল আনা হবে যা বেসরকারি স্কুলগুলোর অনিয়ম রোধ করবে এবং ফি বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখবে। ব্রাত্য বসু জানান, অনেক অভিযোগ তাঁদের কাছে এসেছে এবং সেগুলো খতিয়ে দেখা হয়েছে। তবে, সব সমস্যার সমাধান তৎক্ষণাৎ সম্ভব নয়, তাই এই বিল আনার প্রয়োজনীয়তা রয়েছে।
শিক্ষাবিদ দেবাশিস সরকার এই পদক্ষেপকে সমর্থন জানিয়ে বলেন, “বিল এনে যদি ফি বৃদ্ধি নিয়ন্ত্রণ করা যায়, সেটা একটি ভালো পদক্ষেপ। তবে, সমাজে কেন বেসরকারি স্কুলে বেশি ফি দিয়ে পড়ানোর প্রবণতা তৈরি হচ্ছে, সেটাও ভাবতে হবে। কারণ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রমাগত দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে, বিশেষ করে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে।”
এদিকে, কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এক বিশেষ মামলার পর্যবেক্ষণে জানিয়েছেন, রাজ্যে বেশ কয়েকটি বেসরকারি স্কুলের অস্বাভাবিক ফি বৃদ্ধি নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে। তিনি বলেন, “চার্জ নামে যেসব ফি বৃদ্ধি হচ্ছে, তা অনেক ক্ষেত্রেই অন্যায্য এবং এর ওপর কী নিয়ন্ত্রণ থাকবে, তা নিশ্চিত করা দরকার।” বিচারপতি রাজস্থান মডেল চালু করার পরামর্শও দিয়েছিলেন, যা রাজ্য সরকার সম্প্রতি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
রাজ্য সরকারের এই উদ্যোগ বেসরকারি স্কুলে পড়াশোনা করা লাখ লাখ ছাত্রছাত্রীর ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
