পাকিস্তানের বালোচিস্তান প্রদেশে সেনাবাহিনীর সঙ্গে বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)-র বিদ্রোহীদের রাতে তুমুল গুলির লড়াই হয়েছে। পাকিস্তান প্রশাসন জানিয়েছে, গুলির লড়াইয়ে ১০৪ জন পণবন্দিকে উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে ৫৮ জন পুরুষ, ৩১ জন মহিলা এবং ১৫ জন শিশু রয়েছেন। এই ঘটনায় বিএলএ-র ১৬ জঙ্গি নিহত হয়েছেন। তবে বিএলএ তাদের মৃতের সংখ্যা ৩০ জন জওয়ান বলে দাবি করেছে।
গতকাল বালোচিস্তানের কোয়েত্তা থেকে খাইবার পাখতুনখোয়ার পেশোয়ারে যাওয়ার পথে, জাফর এক্সপ্রেস ট্রেনটি অপহরণ করে বিএলএ জঙ্গিরা। তাদের দাবি, বোলানে রেলপথ উড়িয়ে ট্রেনটি থামানো হয় এবং তারপর তা দখল করা হয়। প্রায় ৪০০ যাত্রী ছিল এই ট্রেনটিতে, এবং তাদের সবাইকে পণবন্দি করে রাখা হয়। বিএলএ জানায়, যদি তাদের দাবি না মানা হয়, তবে ট্রেনটি পুরোপুরি ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল।
পাকিস্তান সেনাবাহিনী পণবন্দিদের উদ্ধারের জন্য অভিযান শুরু করেছিল। নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই চলে রাতভর, যার ফলে ১০৪ জন পণবন্দি উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধার হওয়া যাত্রীদের নিকটবর্তী মাচ শহরের একটি অস্থায়ী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে, ট্রেনে এখনো কতজন যাত্রী পণবন্দি রয়েছে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
বিএলএ তার দাবি জানিয়েছে, বালোচিস্তানে আটক রাজনৈতিক নেতাদের ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে হবে, নাহলে তাদের যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
