গরুর গোয়ালে আচমকাই জ্বলে উঠলো আগুন আর সেই মুহূর্তে গোয়ালে বাঁধা ছিল বেশ কয়েকটি গরু সহ আটটি ছাগল। আর সে সমস্ত গরু ও ছাগল উদ্ধার করতে ঢুকেই গোয়ালে লাগা আগুনে ঝলসে গেল তিন ব্যক্তি। উল্লেখ্য আজ অর্থাৎ মঙ্গলবার আনুমানিক রাত্রি ৭ঃ৪৫ নাগাদ বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত মিরপুর গ্রামে গরুর গোয়ালে আচমকা লেগে যায় আগুন, স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনের মতো আজও গরুর গোয়ালে মশা মাছি তাড়ানোর জন্য গরুর গোয়ালে ধোয়া করার জন্য দেওয়া হয়েছিল ঘুটের আগুন আর সেই আগুন ক্ষনিকের মধ্যে ছড়িয়ে পড়ে গোটা গোয়াল জুড়ে। আর সেই আগুন লাগার খবর দেখতে পাই স্থানীয় বাসিন্দারা, তারপর ঘটনাস্থলে এসে গরুর গোয়ালের মধ্যে থাকা গরু ও ছাগল উদ্ধার করতে ঢুকে গরুর মালিক সহ গ্রামেরই আরো দুইজন। তবে গরু ও ছাগল উদ্ধার করতে না পারলেও গরুর গোয়াল থেকে বেরোবার মুখে সেই আগুনে বেশ কিছুটা হলেও ক্ষতির মুখে পড়ে ওই তিন ব্যক্তি। তৎক্ষণাৎ আহত ওই তিন ব্যক্তিকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে সাঁইথিয়া হাসপাতালে। তারপর আশঙ্কাজনক অবস্থায় ওই তিন ব্যক্তিকে সিউড়ি সুপার স্পেশালিটি হসপিটালের স্থানান্তরিত করা হয় বলে জানা যায়। অন্যদিকে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় গ্রামবাসী, খবর দেওয়া হয় দমকল বাহিনীদের। ঘটনাস্থলে রাত্রি আটটা নাগাদ আসে দমকলের একটি ইঞ্জিন, তবে বেশ কিছুক্ষণ জল দেওয়ার পর রাত্রি প্রায় ন’টা নাগাদ আগুন নেভানোর কাজ সম্পন্ন হয় বলে জানা যায়।