ভারতীয় ক্রিকেটের প্রখ্যাত অলরাউন্ডার সৈয়দ আবিদ আলি আর আমাদের মধ্যে নেই। ৮৩ বছর বয়সে ১২ মার্চ, ২০২৫ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ট্রেসি শহরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন এই ক্রিকেট মহারথী।
১৯৬৭ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে অভিষেক ঘটে সৈয়দ আবিদ আলির। টেস্ট ক্রিকেটে ২৯টি ম্যাচে অংশগ্রহণ করে ১,০১৮ রান সংগ্রহ করেন এবং ৪৭টি উইকেট নেন। ভারতের হয়ে ১৯৭১ সালে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রাক্তন ক্রিকেটাররা। বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল আবিদ আলিকে স্মরণ করে বলেন, দুঃখজনক খবর, আবিদ আলি আর নেই। তিনি ছিলেন মহান টিম ম্যান এবং ভালো মানুষ। পরিবারের প্রতি সমবেদনা। ওম শান্তি।
বিসিসিআইয়ের সভাপতি রজার বিনি আবিদ আলির প্রয়াণে শোক প্রকাশ করে বলেন, “শ্রী সৈয়দ আবিদ আলি ছিলেন একজন প্রকৃত অলরাউন্ডার, যিনি খেলার ময়দানে ভারতীয় ক্রিকেটের মান বাড়িয়েছেন। তাঁর অবদান চিরকাল স্মরণীয় থাকবে।
সৈয়দ আবিদ আলির প্রয়াণে ভারতীয় ক্রিকেট পরিবার শোকস্তব্ধ। তাঁর অবদান ও স্মৃতি চিরকাল মনে রাখা হবে।