সুদীপ্ত চট্টোপাধ্যায়
” টাকা দিয়ে স্কচ পুরস্কার পেয়েছে রাজ্য সরকার” এমন মন্তব্য করেছিলেন গেরুয়া শিবিরের খড়্গপুরের বিধায়ক হিরন চট্টোপাধ্যায়।
কোন সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়াই হিরনের এই ধরনের অভিযোগে রাজ্য সরকারের সুনাম ক্ষুন্ন হচ্ছে এবং বিধানসভার সদস্য হিসেবে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের জন্য বিধানসভার নীতি আদর্শ জলাঞ্জলি দিয়েছেন খড়্গপুরের বিধায়ক এই অভিযোগ তুলে
হিরন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনে শাসক দল। শাসক দলের নোটিশের জবাবও দিয়েছেন হিরন চট্টোপাধ্যায়। কিন্তু খড়গপুরের বিধায়কের সেই জবাব সঠিক তথ্যের উপর ভিত্তি করে নয়, অধিবেশনে জানালেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সাধারণ নিয়ম অনুযায়ী বিধানসভার কোন সদস্যের বিরুদ্ধে যদি স্বাধিকার ভঙ্গের নোটি শ আনা হয় সেক্ষেত্রে তিনি যদি সন্তোষজনক জবাব না দিতে পারেন। তাহলে তিনি স্বাধিকার ভঙ্গের দোষে দুষ্ট হন। তবে এক্ষেত্রে অধ্যক্ষ জানিয়েছেন, হিরন চট্টোপাধ্যায় প্রথমবারের বিধায়ক তাই অনিচ্ছাকৃত ভুল মেনে নিয়ে ক্ষমা চাইতে হবে। তবে এই ধরনের ভুল যেন ভবিষ্যতে না হয় এবং যে তথ্য তিনি দেবেন সেটা যেন সঠিক হয় এবং তার প্রামাণ্য তথ্য থাকে।
উল্লেখযোগ্য, সমাজ ও প্রশাসনের ক্ষেত্রে দেশের কল্যাণে অসাধারণ অবদান এবং আর্থ-সামাজিক পরিবর্তনের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকার কারণে এই স্কচ পুরস্কার দেওয়া হয়। মূলত, যে নেতৃত্বের দক্ষতা প্রদর্শন সমাজের অন্যান্য অংশে অনুকরণীয় সে ক্ষেত্রেই এই বিশেষ সম্মান দেওয়া হয়।