সুদীপ্ত চট্টোপাধ্যায়
বিতর্কিত মন্তব্যের জেরে ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবীরকে শো-কজ করা হলো । বিধানসভার পরিষদীয় দলের শৃঙ্খলা রক্ষা কমিটি তাঁকে শো-কজ করছে। বৃহস্পতিবার সে কথা জানিয়েছেন বিধানসভায় পরিষদীয় মন্ত্রী তথা বিধানসভার তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির অন্যতম সদস্য শোভনদেব চট্টোপাধ্যায়। গত বছর নভেম্বর মাসেই একাধিক ‘বেফাঁস’ মন্তব্যের জন্য তাঁকে শো-কজ় করেছিল এই কমিটি। সূত্রের খবর, এর পরেও মন্তব্যে নিয়ন্ত্রণ না আনা নিয়ে এই বিধায়কের উপরে ক্ষুব্ধ দলের শীর্ষ নেতৃত্ব। বিরোধী দলনেতার মুসলিম বিরোধী মন্তব্যের প্রতিবাদ করতে গিয়ে হুমায়ূন মন্তব্য করেন ‘আমার কাছে আগে আমার জাতি, তার পর দল। আমার জাতিকে আক্রমণ করলে আমি চুপ থাকব না।’ এই মন্তব্য দল অনুমোদন করেনি। বিধানসভায় সরকার পক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষ জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না। হুমায়ুন কবিরের বক্তব্যের ভিডিও চেয়ে পাঠানো হয়েছে। তা খতিয়ে দেখে দলের নীতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।